Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim
বাংলা সংবাদমাধ্যম R Plus এর খবর অনুযায়ী, এবার কি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? R Plus এর নাম ও লোগো-সহ এমনই একটি পোস্টকার্ড সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। যাতে লেখা রয়েছে, “সিপিএম নয়, তৃণমূলকে ভোট দিন, শেষ দফায় ডাক মোদীর।” একই দাবি সহযোগে অনেকেই পোস্টকার্ডটিকে ফেসবুকে পোস্ট করেছেন। (আর্কাইভ লিঙ্ক)

Fact
তদন্ত করে দেখা যায়, বাংলা সংবাদমাধ্যম R Plus এর তরফে ইতিমধ্যে পোস্টকার্ডটিকে ফেক বা ভুয়ো বলে দাবি করা হয়েছে। নিজেদের ফেসবুক পেজে সংবাদ সংস্থাটি লিখেছে, “Fake News Alert :- সোশ্যাল মাধ্যমে এই ধরনের একটি পোস্ট ঘুরছে যা সম্পূর্ণ মিথ্যা এবং আর প্লাস নিউজের ভাবমূর্তি কলুষিত করার জন্যই এই ধরনের পোস্ট তৈরি করে সোশ্যাল মাধ্যমে পোস্ট করা হয়েছে।এটি একটি Fake Post RPLUS News এই ধরনের পোস্টের সঙ্গে কোনভাবেই জড়িত নয় ।”

Result: False
Source
Facebook post by R Plus, dated May 28, 2024
Tanujit Das
October 8, 2025
Tanujit Das
October 7, 2025
Tanujit Das
October 6, 2025