Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সামনেই স্লোগান উঠেছে “ভোট চোর, গাদ্দি ছোড়”।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর অনুষ্ঠানে “ভোট চোর, গাদ্দি ছোড়” স্লোগান দেওয়া হয়নি।
এক সঙ্গে মঞ্চে বসে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তাঁদের সামনেই স্লোগান উঠেছে “ভোট চোর, গাদ্দি ছোড়”। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যা পোস্ট করে অনেকেই লিখেছে, “সম্রাট-নীতিশ মঞ্চে, ভোট চোর-গোদি ছোড় স্লোগান উঠলো। সম্রাট স্লোগান থামানোক জন্য ইশারা করলো- নীতিশ মাথা নীচু করে নিলো।”

ভাইরাল ভিডিয়োর একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, Indian Club Live নামের একটি ইউটিউব চ্যানেলে, ২৫ সেপ্টেম্বর, একই ধরনের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। যেখানে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে হেলিকপ্টার থেকে নামতে দেখা যায়। তারপর তাঁরা একটি মঞ্চে ওঠেন এবং সেখানে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। সেই ভিডিয়োর একাংশের সঙ্গে ভাইরাল ভিডিয়োর হুবহু মিল পাওয়া যায়। তবে সেখানে, “ভোট চোর, গাদ্দি ছোড়” স্লোগান শুনতে পাওয়া যায়নি।
২৫ সেপ্টেম্বর, UP24 News ও Himanshu Vlog নামের আরও দুটো ইউটিউব চ্যানেলে একই ধরনের ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। সেখানে “ভোট চোর, গাদ্দি ছোড়” স্লোগান শুনতে পাওয়া যায়নি। এমনকী, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বক্তব্যের লাইভ ভিডিয়োতেও কোনও বিরোধী স্লোগান শুনতে পাওয়া যায়নি।
২৪ সেপ্টেম্বর, বিহারের সাসারামে একটি অনুষ্ঠানে যোগ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী দেন। সেখানে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। Dainik Bhaskar , Navbharat Times ও News18 Bihar Jharkhand-এর ওয়েবসাইটেও এই সংক্রান্ত প্রকাশিত হয়েছিল।
Newschecker-এর তরফে মনোজ কুমার সিং নামের একজন স্থানীয় সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করা হয়। যিনি ২৪ সেপ্টেম্বর, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। তিনি আমাদের জানান যে, “ভোট চোর, গাদ্দি ছোড়”-এর মতো কোনও স্লোগান সেই দিনের অনুষ্ঠানে দেওয়া হয়নি।
মিডিয়া দর্শন নামের একটি সংস্থার আরও এক সাংবাদিত অনুপম মিশ্র আমাদের জানিয়েছেন যে, ওই দিনের অনুষ্ঠানে কোনও বিরোধী স্লোগান ওঠেনি। বরং অনুষ্ঠানের শুরুতে জেডিইউ-এর দুই গোষ্ঠীর মধ্যে বিরোধের ঘটনা ঘটেছিল।
Bihar Tak-এর একটি ভিডিয়োতে আমার সেই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা দেখতে পাওয়া যায়।
ভাইরাল ভিডিয়োতে শুনতে পাওয়া “ভোট চোর, গাদ্দি ছোড়” স্লোগানের উৎস কী?
ইন্টারনেটে কি-ওয়ার্ড সার্চ করে আমরা দেখতে পাই যে, গত ১৫ অগাস্ট, Insaaf Bangla নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। যেখানে “ভোট চোর, গাদ্দি ছোড়” স্লোগান দিতে দিতে, কংগ্রেসের পতাকা নিয়ে মানুষজনকে মিছিল করতে দেখা যাচ্ছে। সেই অডিয়োর সঙ্গে ভাইরাল ভিডিয়োর অডিয়োর মিল পাওয়া যায়।
ওই ভিডিয়োতে যে ব্যক্তিকে স্লোগান দিতে দেখা যাচ্ছে, তাঁর নাম- জুনেইদ খান। তিনি পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি।
সমস্ত তথ্য প্রমাণ থেকে একটা বিষয় স্পষ্ট যে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর অনুষ্ঠানে “ভোট চোর, গাদ্দি ছোড়” স্লোগান দেওয়া হয়নি।
Sources
YouTube video by The Indian Club Live, Sep 25, 2025
YouTube video by Himanshu Vlog, Sep 25, 2025
YouTube video by UP24 News, Sep 25, 2025
YouTube video by Bihar Tak, Sep 24, 2025
Facebook Live by Media Darshan, Sep 24, 2025
Report by Dainik Bhaskar, Sep 24, 2025
Report by First Bihar, Sep 24, 2025
Report by NavBharat Times, Sep 24, 2025
Telephonic Conversation with Sasaram’s Local reporters
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 22, 2025
JP Tripathi
November 21, 2025