Authors
Claim: সংসদ চলাকালীন ঘুমোচ্ছিলেন তৃণমূলের দুই সাংসদ মহুয়া মিত্র ও সায়নী ঘোষ। ঝিমোচ্ছেন জুন মালিয়া।
Fact: ভাইরাল দাবিটি ভুয়ো। তৃণমূল সাংসদদের চোখ বন্ধ করে বক্তব্য শোনার একটি ফ্রেমকে ভুল দাবি-সহ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
ফের একবার জিতে সংসদে পা রেখেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মিত্র এবং যাদবপুর থেকে জিতে সায়নী ঘোষ ও মেদিনীপুর থেকে জিতে জুন মালিয়া নতুন সাংসদ হিসেবে শপথ নিয়েছেন। এই তিনজনকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা চলছে। কারণ তাঁদের একটি ছবি পোস্ট করে অনেকেই দাবি করতে শুরু করছেন যে, সংসদ চলাকালীন ঘুমোচ্ছিলেন মহুয়া মিত্র ও সায়নী ঘোষ। ঝিমোচ্ছেন জুন মালিয়া। ছবিটি ফেসবুকে পোস্ট করে একজন লিখেছেন, “কৃষ্ণনগর ঘুমোচ্ছে। যাদবপুর কিছু একটা করছে বা লাগাচ্ছে। মেদিনীপুর অনেক কষ্ট করে জেগে আছে। ঘুম ঘুম ক্লাস রুম”।
কেবল ফেসবুক নয় এক্স হ্যান্ডেলেও এই ধরনের একাধিক পোস্ট দেখা যাবে এখানে, এখানে ও এখানে।
Fact Check/ Verification
ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে ইউটিউবে সাংসদ টিভির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা একই ধরনের একটি ভিডিয়ো দেখতে পাই। ২৬ জুন পোস্ট করা ওই ভিডিয়োতে দেখা যায় যে, সাংসদে বক্তব্য পেশ করেছেন শিবসেনা (UBT)-র সাংসদ অরবিন্দ সাওয়ান্ত এবং একটি ফ্রেমে মহুয়া মিত্র, সায়নী ঘোষ ও জুন মালিয়াকে অরবিন্দ সাওয়ান্তের পিছনের সারিতেই বসে থাকতে দেখা যায়।
ওই ভিডিয়োর ১ মিনিট ৫৭ সেকেন্ডে একটি ফ্রেম দেখতে পাওয়া যায়, যেটার সঙ্গে ভাইরাল ছবিটার হুবহু মিল রয়েছে। কিন্তু ভিডিয়োতে কোথাও তৃণমূল সাংসদদের ঘুমোতে দেখা যায়নি। বরং কয়েক সেকেন্ডের জন্য মাথা নীচু করে ও চোখ বন্ধ করে শিবসেনা (UBT)-র সাংসদ অরবিন্দ সাওয়ান্তের বক্তব্য শুনতে দেখা গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাঁদের মাথা তোলা অবস্থাতেও দেখতে পাওয়া যায়।
আরও সার্চ করলে দেখা যায়, ভাইরাল ছবিটি সম্পর্কে মুখ খুলেছেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘‘বিজেপি দলটাই বিকৃত মানসিকতার। বিকৃত রাজনীতির। তাই ওরা এ সবই করে। এগুলো হাস্যকর। কথা বলতে বলতে সবার চোখের পলক পড়ে। সেই ছবি দিয়ে কেউ যদি বলে ঘুমোচ্ছে, সেটা কি কোনও কাজের কথা হল? আজকের দিনে এ সব করে মানুষকে কখনও ভুল বোঝানো যায়?’’
Conclusion
সুতরাং এর থেকে অনেকটাই স্পষ্ট যে, ভাইরাল দাবিটি ভুয়ো। তৃণমূল সাংসদদের চোখ বন্ধ করে বক্তব্য শোনার একটি ফ্রেমকে ভুল দাবি-সহ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
Result: False
Sources
Video by Sansad TV, dated June 26, 2024
Report by Anandabazar.com