রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: মোদির মুখে “আবকি বার ট্রাম্প সরকার” স্লোগান থেকে ট্রাম্পের বিজয়...

Fact Check: মোদির মুখে “আবকি বার ট্রাম্প সরকার” স্লোগান থেকে ট্রাম্পের বিজয় ভাষণ! মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নেটমাধ্য়মে ঘুরছে একাধিক পুরনো ভিডিয়ো

Claim: প্রথম ভিডিয়োতে মোদির মুখে “আবকি বার ট্রাম্প সরকার” স্লোগান। দ্বিতীয় ভিডিয়োতে ট্রাম্পের বিজয় ভাষণের দৃশ্য়। 

Fact: দুটো ভিডিয়োই পুরনো।

মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্য়াবর্তনের পর সোশ্য়াল মিডিয়ায় ঘিরছে নানান ভিডিয়ো। যার মধ্য়ে প্রথমটিতে ডোনাল্ড ট্রাম্পকে পাশে দাঁড় করিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মঞ্চ থেকে বলতে শোনা যাচ্ছে, “আবকি বার ট্রাম্প সরকার”। এই ভিডিয়োটিকে সদ্য় সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে জুড়ে অনেকেই সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করছেন।

দ্বিতীয় ভিডিয়োতে মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পকে শপথ নিতে দেখা যাচ্ছে। সেটি ফেসবুকে পোস্ট করে অনেকে লিখেছেন, “ঐতিহাসিক বিজয়ের আনন্দ বার্তা ডোনাল্ড ট্রাম্প।” 

Fact Check/ Verification

প্রথম ভিডিয়োর তদন্তে নেমে ইন্টারনেটে “PM Modi,” ও “Abki baar Trump sarkar” লিখে সার্চ করলে দেখা যায় যে, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর একই ভিডিয়ো NDTV-র অফিসিয়াল ইউটিউব চ্য়ানেলে পোস্ট করা হয়েছিল। যার শিরোনাম ছিল, “”Abki Baar Trump Sarkar”: PM Modi’s Reminder To Indians In Houston.” সেই ভিডিয়োর পাঁচ মিনিট ৩০ সেকেন্ড সময়ে, ভাইরাল ক্লিপটি খুঁজে পাওয়া যায়।

২০১৯ সালের ২২ সেপ্টেম্বর একই ভিডিয়ো আপলোড করা হয়েছিল BJP-র অফিসিয়াল ইউটিউব চ্য়ানেলেও। জানা যায় যে, সেই সময় টেক্সাসের হউস্টনে অনুষ্ঠিত হাউডি মোদি সভামঞ্চ থেকে ওই স্লোগান দিয়েছিলেন নরেন্দ্র মোদি। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট যে, প্রথম ভাইরাল ক্লিপটি পুরনো।

এরপর দ্বিতীয় ক্লিপটির একটি কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১৭ সালের ২০ জানুয়ারি একই ভিডিয়ো আপলোড করা হয়েছিল মার্কিন সংবাদমাধ্য়ম CNN-এর ইউটিউব চ্য়ানেলে। যার শিরোনাম ছিল, “Donald Trump sworn in as 45th US President.” ওই ভিডিয়োর শুরুতেই ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। অর্থাৎ দ্বিতীয় ভিডিয়োটিও পুরনো এবং সেটি এবার ট্রাম্পের বিজয় ভাষণ নয়, বরং ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের ভিডিয়ো।

Conclusion

সুতরাং এখান থেকেই বোঝা যাচ্ছে যে, দুটো ভিডিয়োই পুরনো।

Result: Partly False

Sources
Video by NDTV
Video by BJP
Video by CNN

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Most Popular