Authors
Claim
দিল্লির এইমস (AIIMS) দেহদানের পর, সিপিএম-এর প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে নতমস্তকে শ্রদ্ধাজ্ঞাপন করেছিলেন চিকিৎসকরা।
একই দাবির আরও পোস্ট দেখা যাবে এখানে, এখানে ও এখানে।
Fact
ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর বেজিংয়ের CGTN News-এর ওয়েবসাইটে একই ছবি সব একটি খবর প্রকাশিত হয়েছিল। “Chinese doctor dies while volunteering in Tibet, donates his organs”- শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, তিব্বতের আনহুই প্রদেশের একটি হাসপাতালে কর্মরত ছিলেন ৪১ বছর বয়সী চিকিৎসক ঝাও জু। তাঁর হঠাৎ মৃত্য়ুতে, পরিবার জু-এর কিডনি. লিভার ও কর্ণিয়া দান করার সিদ্ধান্ত নিয়েছিল। জানা যায়, ঝাও জু-এর সহকর্মী চিকিৎসকরা, নতমস্তকে তাঁকে শ্রদ্ধা জানিয়েছিলেন।
ওই সময় CGTN News-এর অফিসিয়াল ফেসবুক পেজেও খবর এবং ছবিটি প্রকাশিত হয়েছিল।
আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছিল। যা দেখতে পাওয়া যাবে এখানে ও এখানে।
সুতরাং এখান থেকেই প্রমাণিত যে, ভাইরাল ছবিটির পুরনো এবং চিনে একটি ঘটনার। এটার সঙ্গে সীতারাম ইয়েচুরির মৃত্য়ুর কোনও যোগ নেই।
Result: False
Sources
Report from CGTN, dated September 30, 2016
Facebook post from CGTN, dated September 30, 2016
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।