শনিবার (পয়লা মার্চ, ২০২৫) যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী (TMC) অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার (WBCUPA) বৈঠক ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। অভিযোগ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা চালানো হয়। অন্যদিকে, ইন্দ্রানুজ রায় নামে এক ছাত্রকে গাড়ি চাপা দেওয়ার পাল্টা অভিযোগ করা হয় মন্ত্রীর বিরুদ্ধে। এরপর, বামপন্থী ছাত্র সংগঠনগুলো এবং তৃণমূল কংগ্রেসের বিবাদ ঘিরে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। সোমবার (৩ মার্চ, ২০২৫), উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর দিনই ধর্মঘট পালনের ডাক দেয় এসএফআই এবং জায়গায় জায়গায় সংঘর্ষে জড়ায় এসএফআই-টিএমসিপি।
এই পরিস্থিতিতে সোশ্য়াল মিডিয়ায় দুটো ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। যা পোস্ট করে অনেকেই সেগুলোকে বামেদের ধর্মঘটে ঝামেলার দৃশ্য বলে দাবি করেছেন। ফেসবুকে লেখা হয়েছে, “টসে জিতে কোলকাতা পুলিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শান্তি বজায় রাখতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে”।


Fact Check/ Verification
প্রথম ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালের ২৭ অগাস্ট, ABP ANANDA-র ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া ভিডিয়োতে একই ফ্রেম রয়েছে। যা অভয়া কাণ্ডের প্রতিবাদে সাধারণ মানুষের নবান্ন অভিযান বলে দাবি করা হয়েছিল।
একই ভাবে দ্বিতীয় ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালের ২৭ অগাস্ট, The Indian Express-এর ইউটিউব চ্যানেলে একই ফ্রেমের ভিডিয়ো আপলোড করা হয়েছিল। এবং সেখান দেওয়া বিবরণ থেকে জানা যায় যে, সেটাও অভয়া কাণ্ডের প্রতিবাদে সাধারণ মানুষের নবান্ন অভিযানের দৃশ্য।
এছাড়া ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করে জানা যায় যে, বামেদের ডাকা সোমবারের (৩ মার্চ, ২০২৫) ধর্মঘটে লাঠিচার্জের মতো কোনও ঘটনা ঘটেনি।
Conclusion
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি পুরনো। বামেদের ডাকা সাম্প্রতিক ধর্মঘটে কোনও ঝামেলার নয়।
Sources
Video by ABP ANANDA, Dated August 27, 2024
Video by The Indian Express, Dated August 27, 2024
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z