সোমবার, ডিসেম্বর 23, 2024
সোমবার, ডিসেম্বর 23, 2024

HomeLoksabha Election 2024Fact Check: তৃতীয় মোদি সরকার গঠনের আগে মমতা-নীতিশ বৈঠক? না, সোশ্যাল মিডিয়ায়...

Fact Check: তৃতীয় মোদি সরকার গঠনের আগে মমতা-নীতিশ বৈঠক? না, সোশ্যাল মিডিয়ায় ছড়ালো পুরনো ছবি

Claim

I.N.D.I জোটে যোগদানের জন্য দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা এনডিএ-র শরিক নীতিশ কুমার। (আর্কাইভ লিঙ্ক)

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে আমরা দেখতে পাই, ২০২৩ সালের ২২ জুন একই ছবি ব্যবহার করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল NDTV। সেই প্রতিবেদন থেকে জানা যায় যে, বিহরে বিরোধী দলের নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। 

ওই সময় খবরটি প্রকাশিত হয়েছিল, Indian Express, India Today-সহ আরও অন্যান্য সংবাদমাধ্যমে।

২০২৩ সালের ২২ জুন নীতিশ কুমারকে ধন্যবাদ জানিয়ে ওই সাক্ষাতের বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও

অতএব, এখন স্পষ্ট যে মমতা-নীতিশের সাক্ষাতের ছবিটি সাম্প্রতিক নয়, বরং পুরনো।

Result: Missing Context

Source
News by NDTV, dated June 22, 2023
News by Indian Express, dated June 22, 2023
News by India Today, dated June 22, 2023
Post by Mamata Banerjee, dated June 22, 2023

Most Popular