মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024

HomeFact CheckPoliticsFact Check: কড়া নিরাপত্তায় অন্ধ্রপ্রদেশে পৌঁছলেন শেখ হাসিনা? ভাইরাল ভিডিয়োর সত্য়তা জানুন 

Fact Check: কড়া নিরাপত্তায় অন্ধ্রপ্রদেশে পৌঁছলেন শেখ হাসিনা? ভাইরাল ভিডিয়োর সত্য়তা জানুন 

Claim

ভারত সরকারের কড়া নিরাপত্তায় অন্ধপ্রদেশে পৌঁছে গিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Fact

ভাইরাল ভিডিয়োর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, যে বিল্ডিংটির সামনে শেখ হাসিনা দাঁড়িয়ে ছিলেন সেটি আসলে সুইডেনের স্টকহোমের গ্র্য়ান্ড হোটেল। Alamy.comIstockphoto.com-এর মতো ওয়েবসাইটে হোটেলটি বাইরের কাঠামোর সঙ্গে ভাইরাল ভিডিয়োর বিল্ডিংটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। 

এই সূত্র ধরে ইন্টারেনেট ঘেঁটে দেখা যায় যে, MS Media Studio নামের একটি ইউটিউব চ্য়ানেলে একই ভিডিয়ো ২০১৭ সালের ১৬ জুন আপলোড করা হয়েছিল। যার শিরোনাম ছিল, “গাড়ী থেকে নেমে দৌড়ে প্রবাসীদের কাছে প্রধানমন্ত্রী : Sheikh Hasina In sweden

এরপর আরও খোঁজ করলে দেখা যায়, বাংলাদেশি সংবাদমাধ্য়ম Dhaka Times24 Jago News24-এর তরফে তৎকালীন সময়ে একই ভিডিয়ো-সহ খবরটি প্রকাশ করা হয়েছিল। 

এখান থেকেই স্পষ্ট যে, শেখ হাসিনার ভিডিয়োটি অন্ধ্রপ্রদেশের নয়। বরং ২০১৭ সালের সুইডেনের স্টকহোম সফরের। 

Result: False

Sources
Image by Alamy.com, Istockphoto.com
Report by Dhaka Times24, Jago News24

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Most Popular