Authors
Claim
এটি বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা প্রকাশ্যে হিন্দু মহিলাদের হত্যার চেষ্টার ভিডিয়ো।
Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, বাংলাদেশের সংবাদমাধ্য়ম প্রথম আলোর ইউটিউব চ্য়ানেলে, ২০২২ সালের ৩ জুন একই ভিডিয়ো আপলোড করা হয়েছিল। যার শিরোনাম ছিল, “জাম পাড়াকে কেন্দ্র করে নারী নির্যাতনের অভিযোগ”। যেখানে বলা হয়েছিল যে, বাংলাদেশের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় দুই মহিলাকে মারধর করা হয়েছিল। তাঁরা চট্টগ্রাম জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বাংলাদেশের আরও একটি সংবাদ প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, হামলাকারীদের নাম- তৌহিদুল ইসলাম ও আলমগীর হোসেন। যারা ওই এলাকার প্রভাবশালী ব্যক্তি আমিনুল হকের ছেলে। হামলার শিকার তিন গৃহবধূর নাম- রানি দাস (৩০), অঞ্জনা রানি দাস (৩২) ও রিমা রানি দাস (২৭)। অভিযুক্তরা এলাকার একটি জমি দখলের জন্য মহিলাদের উপর হামলা চালিয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের কাছে মামলাও হয়েছিল।
Khobor Bangla 24-এর ওয়েবসাইটেও একই তথ্য়-সহ সংবাদটি প্রকাশিত হয়েছিল।
সুতরাং এখন এটা স্পষ্ট যে, ভিডিয়োটি সঙ্গে সাম্প্রদায়িক কোনও যোগ নেই। সেটি ২০২২ সালে জমি সংক্রান্ত একটি বিবাদের ঘটনার ভিডিয়ো।
Result: Missing Context
Sources
Report by Prothom Alo, Dated June 3, 2022
Report by Sangbad.net, Dated June 3, 2022
Report by Khobor Bangla 24, Dated June 3, 2022
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।