সোমবার, নভেম্বর 25, 2024
সোমবার, নভেম্বর 25, 2024

HomeFact CheckFacT Check: শুভেচ্ছাবার্তায় ট্রাম্পকে ‘মাসিহা’ বললেন ইউনুস? না, ভাইরাল চিঠিটি ভুয়ো

FacT Check: শুভেচ্ছাবার্তায় ট্রাম্পকে ‘মাসিহা’ বললেন ইউনুস? না, ভাইরাল চিঠিটি ভুয়ো

Claim: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মহম্মদ ইউনুস নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘মাসিহা’ বলে সম্বোধন করেছেন।

Fact: ভাইরাল হওয়া চিঠি ও দাবি, দুটোই ভুয়ো।

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের ‘অভিনন্দন পত্র’টি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল। দেখা যাচ্ছে, ওই চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান, ট্রাম্পকে ‘মাসিহা’ বলে সম্বোধন করেছেন। এক্স হ্যান্ডেলে চিঠির ছবি পোস্ট করে একজন ব্যবহারকারী মহম্মদ ইউনুসকে কটাক্ষ করেছেন।

এমনকী, ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক টিভিও খবরটি সম্প্রচার করেছে। সেই পোস্টের আর্কাইভ ভার্সানটি দেখা যাবে এখানে

Fact Check/ Verification

প্রথমে, আমরা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল এক্স হ্যান্ডেলটি চেক করেছি। দেখা গিয়েছে, সেখানে ট্রাম্পের উদ্দেশে লেখা মহম্মদ ইউনুসের অভিনন্দন পত্রটি ৬ নভেম্বর পোস্ট করা হয়েছে। তবে ভাইরাল চিঠি ও পোস্ট করা চিঠি, দুটো ভিন্ন। সরকারি চিঠিতে ট্রাম্পকে ‘মাসিহা’ বলা হয়নি।

শুভেচ্ছা জানানোর পাশাপাশি, অফিসিয়াল চিঠিতে আমেরিকা-বাংলাদেশের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে। এছাড়া বিশ্ব শান্তি স্থাপনে দুই দেশের একসঙ্গে কার করবে বলেও  আশা প্রকাশ করেছে।

দুটো চিঠির তুলনা করলে, বেশ কিছু অমিল সামনে আসে। যেমন- সরকারি প্রতীকের রং, মহম্মদ ইউনুসের স্বাক্ষর এবং সরকারি স্ট্যাম্প আলাদা।

এরপর News Checker-এর তরফে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি শফিক আলমের সঙ্গে যোগাযোগ করা হয়। ভাইরাল দাবিটিকে নস্য়াৎ করার পাশাপাশি তিনি চিঠিটিকেও ভুয়ো বলেছেন।

Conclusion

সুতরাং এখন এটা স্পষ্ট যে, ভাইরাল হওয়া চিঠি এবং দাবিটি ভুয়ো।

Result: False

Source
X post by Chief Adviser of the Government of Bangladesh, Dated November 6, 2024

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Most Popular