রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: কেরলের মুসলিম লিগের সমর্থকরা কি পাকিস্থানের জার্সি পরেন? সোশ্যাল মিডিয়ায়...

Fact Check: কেরলের মুসলিম লিগের সমর্থকরা কি পাকিস্থানের জার্সি পরেন? সোশ্যাল মিডিয়ায় ছড়ালো বিভ্রান্তিকর দাবি  

Claim

পাকিস্তানের জার্সির মতো টি-শার্ট পরে উল্লাস করছেন কেরলের মুসলিম লিগের সমর্থকরা

Fact

নিউজচেকার প্রথমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওয়েবসাইটে খোঁজ করে, যেখানে বাবর আজমদের আসল জার্সিটি দেখতে পাওয়া যায়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটেও ওই জার্সিটি রয়েছে। যাতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, পাক ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং পেপসির লোগো রয়েছে। ওই জার্সির সঙ্গে ভাইরাল ভিডিয়োর জার্সির তুলনা করলেই দেখা যায় যে ভাইরাল ভিডিয়োর জার্সিটি ভিন্ন।

এরপর ফেসবুকে কি-ওয়ার্ড সার্চ করলে দেখা যায় যে, ২৮ জুন, Pachapada Arangadi নামের একটি পেজ, যার অর্থ ‘আরঙ্গাদির সবুজ সেনা’ (আরঙ্গাদি কেরলের একটি জায়গার নাম), তারা একই ভিডিয়ো আপলোড করেছিল। আরও একটি ভিডিয়ো দেখা যাবে এখানে

ভিডিয়োগুলোতে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যে, টি-শার্টের পিছনের দিকে মালায়ালাম ভাষায় Pachapada Arangadi এবং সামনের দিকে ইংরেজিতে Arangadi লেখা রয়েছে। এছাড়া সামনের বাঁ ও ডান দিকে যথাক্রমে IUML-র লোগো আঁকা, টি-শার্টের ডান হাতায় IUML (Indian Union Muslim League) এবং বাঁ হাতায় MYL (Muslim Youth League) লেখা রয়েছে। 

এখান থেকেই স্পষ্ট হয়ে যায় যে মুসলিম লিগের সমর্থকদের পরিহিত টি-শার্টের সঙ্গে পাক ক্রিকেট দলের জার্সিক কোনও মিল নেই। 

Result: False

Sources
ICC website
PCB website
Facebook Post by Pachapada Arangadi on June 28, 2024
Facebook Post by Pachapada Arangadi on June 28, 2024

Most Popular