Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
তৃণমূলের কলকাতার মেয়র ইন কাউন্সিলের অন্যতম সদস্য দেবাশীষ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রল্লাদ মোদীকে নিয়ে সম্প্রতি তিনি একটি পোস্ট করেছেন। দাবি করেছন প্রল্লাদ মোদী মাত্র ছয় বছরের মধ্যেই ১২টি বাংলো, ১৬টি, শপিং মল ও ৪০০ একর জমির মালিক হয়ে উঠেছেন। তিনি নাকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোটে অংশ গ্রহণ করার প্রস্তাবও গ্রহণ করেছিলেন।
দেবাশীষ কুমার প্রল্লাদ মোদীকে নিয়ে যে দাবি এনেছেন তা ভুল। প্রধানমন্ত্রী মোদীর পরিবারকে নিয়ে ভাইরাল দাবির এর আগেও ফ্যাক্ট-চেক করেছি। পোস্টে যে দাবিগুলো আনা হয়েছে তা নিয়ে আমরা গুগল সার্চ করার পর India Todayও India TV র রিপোর্টে বলা হয়েছে প্রল্লাদ মোদী গুজরাটে রেশন অ্যসোসিয়েশনের প্রধান এবং আজও আর পাঁচটা সাধারণ মানুষের মতোই সাধারণ জীবন-যাপন করেছেন।
Times of India-র অন্য একটি রিপোর্ট পাই ২০১৮ সালের যেখান থেকে জানা গেছে জনগণের বিতরণের সিস্টেমে সরাসরি লাভের অংশ পাঠানোর ক্ষেত্রে কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা ভুল এবং এর বিরুদ্ধে সারা দেশের থেকে আসা fair price shop বা রেশন দোকানের মালিকদের সাথে পায়ে পা মিলিয়ে প্রতিবাদে নামেন প্রল্লাদ মোদী। তার মতে মানেকা গান্ধী যেমন সরকারকে সরাসরি এই সিদ্ধান্ত রদ করার প্রস্তাব দিয়েছেন তেমনি দেবেন্দ্র ফড়নবীশেরও উচিত মহারাষ্ট্রে এই নিয়ম চালু না করা।
আমাদের অনুসন্ধানে আমরা কোথাও এমন খবর বা তথ্য খুঁজে পাইনি যেখানে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রল্লাদ মোদী মাত্র ছয় বছরের মধ্যেই ১২টি বাংলো, ১৬টি, শপিং মল ও ৪০০ একর জমির মালিক রূপে নিজেকে প্রতিষ্ঠিত করছেন।
India Today – https://www.indiatoday.in/magazine/news-makers/story/20170109-narendra-modi-extended-family-gujarat-brothers-830102-2016-12-29
India TV- https://www.youtube.com/watch?v=chDleBK_5_I
Times of India – https://timesofindia.indiatimes.com/city/aurangabad/pms-brother-prahlad-modi-leads-protest-against-dbt/articleshow/66942669.cms
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।