Fact Check
হজরত নিজামুদ্দিন ট্রেনের নাম পরিবর্তন করে মহারানা প্রতাপ এক্সপ্রেস রাখা হয়নি, জাল তথ্য ছড়ালো সোশ্যাল মিডিয়াতে
ফেসবুকে কিছু দিন ধরে ট্রেনের নামকে কেন্দ্র করে একটি পোস্ট দেদার ছড়িয়েছে। পোস্টে দাবি করা হয়েছে যে হজরত নিজামুদ্দিন এক্সপ্রেস ট্রেনের নাম পাল্টে মহারাণা প্রতাপ এক্সপ্রেস রাখা হয়েছে। ফেসবুকে গৌরাঙ্গ মালাকার নামের এক ব্যক্তির ফেসবুক পেজ থেকে এই পোস্টটি ৩.৭ হাজার লাইক, ১ হাজার কমেন্টস ও ১৮৪ বার শেয়ার হয়েছে।

Fact check / Verification
ভারতীয় রেল কর্তৃক হজরত নিজামুদ্দিন ট্রেনের নাম পরিবর্তন হয়নি, ফেসবুকে ভাইরাল হয়েছে ভুল খবর। গুগলে আমরা সবার প্রথমে এই দুটি ট্রেনের গন্তব্যস্থল সম্পর্কে খোঁজ শুরু করি। হজরত নিজামুদ্দিন ট্রেনটি হায়দ্রাবাদ ও দিল্লী মধ্যে চলে এবং মহারাণা প্রতাপ এক্সপ্রেস কলকাতা থেকে বিকানের জংশন পর্যন্ত চলে। এছাড়াও ট্রেন দুটির নম্বর ও আলাদা মহারাণা প্রতাপ এক্সপ্রেসের নম্বর ১২৪৯৬ এবং হজরত নিজামুদ্দিন এক্সপ্রেস ১২৭২১। ট্রেনের রুট ও আলাদা এবং দুটি ট্রেনের গন্তব্যস্থল ও ভিন্ন। গুগল এই ট্রেনের নাম লিখে খোঁজার পর ট্রেনের সময়, রুটে শোন্ রকম তথ্য পাওয়া যাচ্ছে। অর্থাৎ হায়দ্রাবাদ থেকে দিল্লী যাত্রা করার ট্রেন নিজামুদ্দিন ট্রেনের নাম পরিবর্তন করা হয়নি।


আমাদের অনুসন্ধান চালানোর সময় PIB র একটি টুইট পাই। এই টুইটে বলা হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই দাবি সম্পূর্ণ ভুল। ভারতীয় রেল নিজামুদ্দিন ট্রেনের নাম পরিবর্তন করে মহারাণা প্রতাপ রাখেনি।
Conclusion
ফেসবুকে ভাইরাল হয়েছে ট্রেনের নাম পরিবর্তন করা নিয়ে জাল তথ্য। দিল্লী থেকে হায়দ্রাবাদ যাওয়ার ট্রেন হজরত নিজামুদ্দিন এক্সপ্রেসের নাম বদলে মহারাণাপ্রতাপ রাখা হয়নি।
Result – Fake
Our sources
PIB – https://twitter.com/PIBFactCheck/status/1334086770682576898
Cleartrip – https://www.cleartrip.com/trains/12496/ https://www.cleartrip.com/trains/12721/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।