সম্প্রতি হোয়াট্সঅ্যাপের দ্বারা একটি বার্তা আমাদের কাছে আসে। বার্তাটিতে লেখা রয়েছে কেন্দ্র সরকার থেকে সমস্ত পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ দেবে বলে ঘোষণা করেছে। বার্তাটির শেষে একটি লিংক দেওয়া আছে লেনোভো ল্যাপটপের।


শুধু হোয়াট্সঅ্যাপে নয়, ফেসবুকেও এই একই পোস্ট আমাদের চোখে পড়েছে।
Fact check / Verification
সরকার থেকে শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি। সোশ্যাল মিডিয়া, হোয়াট্সঅ্যাপে ভাইরাল হয়েছে ফেক খবর। গুগলে আমার এই বার্তার সম্পর্কে খোঁজা শুরু করি, কিন্তু কোনো রকম সঠিক খবর বা তথ্য আমরা পাইনি। PIB থেকে একটি টুইটের পোস্ট পাই যেখানে এই ভাইরাল দাবিকে মিথ্যে বলা হয়েছে। PIB র তরফ থেকে জানানো হয়েছে বর্তমানে একটি টেক্সট ম্যাসেজ ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে ভারত সরকার থেকে দেশের সব পড়ুয়াদের ফ্রীতে ল্যাপটপ দেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু এই দাবিটি মিথ্যে। সরকার থেকে এই ধরণের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
Conclusion
ভারত সরকার থেকে ছাত্র-ছাত্রীদের ল্যাপটপ দেওয়ার কথা সম্পূর্ণ মিথ্যে। ফোনে টেক্সট ম্যাসেজ হিসেবে এই মাসেজটি ঘুরে বেড়াচ্ছে, যদিও সরকার পক্ষ থেকে এখনো পর্যন্ত এই ধরণের কোনো ঘোষণা করা হয়নি।
Result – Fake
Our source
PIB tweet – https://twitter.com/PIBFactCheck/status/1338805724080558080
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।