Fact Check
Bihar Assembly Election 2025: বিহারে রাহুল গান্ধীর ছবি লাগানো স্যানিটারি প্য়াড বিলি কংগ্রেসের? না, নেটমাধ্যমে ছড়াচ্ছে ভুয়ো দাবি
Claim
বিহার বিধানসভা ভোটের (Bihar Assembly Election 2025) আগে, রাহুল গান্ধীর ছবি দেওয়া স্যানিটারি প্যাড বিতরণ করছে কংগ্রেস।
Fact
স্যানিটারি প্যাডে রাহুল গান্ধীর ছবি দেখানো ভিডিয়োটি একজন কৌতুকাভিনেতার ব্যঙ্গাত্মক কনটেন্ট থেকে নেওয়া হয়েছে। বিহারে কংগ্রেস কর্তৃক বিতরণ করা প্যাডগুলো এতে দেখানো হয়নি বিহার বিধানসভা ভোটের (Bihar Assembly Election 2025) আগে কংগ্রেসের তরফে রাহুল গান্ধীর ছবি দেওয়া স্যানিটারি প্যাড বিতরণের দাবিটি ভুয়ো।
মহিলাদের ব্যবহৃৎ স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট ও প্যাডের উপর কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ছবি। সম্প্রতি এমন একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে হইচই পড়ে গিয়েছে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এও দাবি করা হয়েছে যে, আসন্ন বিহারের বিধানসভা ভোটের (Bihar Assembly Election 2025) আগে, সেই রাজ্যের ৫ লক্ষ মহিলার মধ্যে রাহুল গান্ধীর ছবি লাগানো সেই স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হবে।

একই দাবি-সহ আরও ভিডিয়ো দেখা যাবে এখানে, এখানে ও এখানে।
Fact Check/ Verification
সোশ্যাল মিডিয়ায় এই বিষয় সার্চ করলে দেখা যায় যে, বহু এক্স ব্যবহারকারী দাবি করেন, ‘Ratan Ranjan’ নামের এক ব্যক্তি ভিডিয়োটি তৈরি করেছিলেন।

সেই সূত্র ধরে, রঞ্জন (@RatanRanjan_)-এর এক্স হ্যান্ডেলটি খতিয়ে দেখলে, ভাইরাল ভিডিয়োটি খুঁজে পাওয়া যায়নি। যদিও আমাদের নজরে এসেছে অন্য একটি ভিডিয়ো, যেখানে রঞ্জন স্বীকার করেছেন যে, স্যানিটারি ন্যাপকিন প্যাডের উপর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ছবি দেওয়া ভিডিয়োটি তিনিই তৈরি করেছিলেন।

যদিও রঞ্জনের এক্স পোস্টের আর্কাইভ ভার্সান থেকে দেখা যায় যে, ৫ জুলাই ভাইরাল ভিডিয়োটি তিনি পোস্ট করেন। যা পরে ডিলিট করেন।
এরপর Newschecker-এর তরফে রঞ্জনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আমাদের জানান যে, একটা মজাদার রাজনৈতিক কনটেন্ট হিসেবেই তিনি ভাইরাল ভিডিয়োটি তৈরি করেছিলেন। ভাইরাল ভিডিয়োতে যে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটটি দেখতে পাওয়া যাচ্ছে, সেটা কংগ্রেসের তরফে বিতরণ করা হচ্ছে না।
আমাদের তরফে কংগ্রেস নেত্রী আলকা লাম্বার (Alka Lamba) সঙ্গে যোগাযোগ করা হয়। যিনি বিহারে কংগ্রেসের তরফে স্যানিটারি ন্যাপকিন বিতরণ প্রকল্পটি পর্যবেক্ষণ করছেন। তিনি আমাদের জানান যে, বিহারে কংগ্রেসের তরফে বিতরণ করা স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটের উপর রাহুল গান্ধীর (Rahul Gandhi) ছবি থাকলেও, প্যাডের উপর নেই।
তিনি আমাদের একটি ভিডিয়ো পাঠান। যাতে একজন কংগ্রেস কর্মীকে স্যানিটারি প্যাড প্যাকিং করতে দেখা যাচ্ছে। সেই প্যাকেটের উপর লোকসভার বিরোধী দলনেতার ছবি থাকলেও, প্যাডের উপর নেই।
আমাদের তদন্তে উঠে আসে যে, ভাইরাল ভিডিয়োতে যে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটটি দেখতে পাওয়া যাচ্ছে, সেটি আসলে Whisper কোম্পানির। রঞ্জনও আমাদের এটা নিশ্চিত করেন। তিনি আরও জানান যে, বাজার থেকে একটি স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট কিনে, তার উপর কংগ্রেসের ‘Mai Behen Maan Yojana’-র পোস্টার, তিনিই লাগিয়েছেন এবং স্যানিটারি প্যাডের উপর রাহুল গান্ধীর (Rahul Gandhi) ছবিও, তিনিই যুক্ত করেছেন।

আলকা লাম্বা (Alka Lamba) আমাদের আরও জানান যে, কংগ্রেসের বিতরণ করা স্যানিটারি প্যাডগুলো কোনও সংস্থার নয়। সেগুলো বিহারের বেগুসড়াই ও বৈশালী জেলায় কংগ্রেস কর্মীরা নিজরাই তৈরি করেন।
তদন্তের খাতিরে, Newschecker-এর সাংবাদিক কংগ্রেসের দিল্লি অফিস থেকে একটি স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট জোগাড় করেন। সেই প্যাকেটের উপরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও কংগ্রেস সাংসাদ প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) ছবি রয়েছে। কংগ্রেসের শুরু করা যোজনার নাম ও একটি ফোন নম্বর রয়েছে। প্যাকেটে পাঁচটি স্যানিটারি প্যাড রয়েছে, তবে কোনও প্যাডের উপরেই ছবি নেই।
কংগ্রেসের যোজনার সুবিধাভোগী বহু মানুষের সঙ্গে, Newschecker-এর তরফে যোগাযোগ করা হয়েছে। তাঁদের প্রতিক্রিয়া পাওয়া গেলে, প্রতিবেদনটি আপডেট করা হবে।
Conclusion
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, বিহার বিধানসভা ভোটের (Bihar Assembly Election 2025) আগে কংগ্রেসের তরফে রাহুল গান্ধীর ছবি দেওয়া স্যানিটারি প্যাড বিতরণের দাবিটি ভুয়ো।
Sources
X Post By Ratan Ranjan, Dated July 5, 2025
Telephonic Conversation With Ratan Ranjan
Telephonic Conversation With Congress Leader Alka Lamba
Investigation by Newschecker