Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন নন্দীগ্রামের হিন্দু-মুসলমান সম্প্রদায়ের মানুষজন। ভয়ে বাড়ি থেকে না বেরিয়ে, দরজা বন্ধ করে বসে ছিলেন নন্দীগ্রামে বিধায়ক।
ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত এবং দাবিটি ভুয়ো।
একটি বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন প্রচুর মানুষ। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয়েছে যে, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন নন্দীগ্রামের (Nandigram) হিন্দু-মুসলমান সম্প্রদায়ের মানুষজন। ভয়ে বাড়ি থেকে না বেরিয়ে, দরজা বন্ধ করে বসে ছিলেন নন্দীগ্রামে (Nandigram) বিধায়ক। (ভিডিয়োটির আক্রইভ লিঙ্কটি এখানে)
ভিডিয়োটি কি-ফ্রেমের রিভার্স ইমেজা সার্চ করলে দেখা যায় যে, ২০২৫ সালের ২১ এপ্রিল একই ভিডিয়ো Bongo Tv-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। পুরো ভিডিয়োটি দেখলে জানা যায় যে, কোর্টের নির্দেশে চাকরি খোয়ানোর পর, এসএসসি (SSC) দফতর ঘিয়ে যোগ্য চাকরিপ্রার্থীরা যে বিক্ষোভ করেছিল ভিডিয়োটি সেই ঘটনার। ভিডিয়োতে বিক্ষোভরত এক মহিলাকে, এসএসসি ভবন লক্ষ্য করে বলতে শোনা যায়, “বেরিয়ে আয়…নাম এখানে…নাম…তোরা চোর। তোদের ফেস লস হয়ে গিয়েছে।” একই সঙ্গে বাকি বিক্ষোভরত জনগন অভিযোগ করে যে, তাঁরা যখন অভুক্ত অবস্থায় বাইরেবিক্ষোভ করছিলেন। তখন এসএসসি (SSC) চেয়ারম্যান, বাইরে থেকে এগ-রোল নিয়ে গিয়ে ভিতরে খাচ্ছিলেন। পুলিশের সাহায্যে বাইরে থেকে লুকিয়ে ভিতরে এগরোল নিয়ে যাওয়া হচ্ছিল।
Bongo Tv-র অফিসিয়াল ফেসবুক পেজেও একই দিনে ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল।
এছাড়া, ‘শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ির সামনে নন্দীগ্রামের (Nandigram) মানুষের বিক্ষোভ’-এই দাবিতে বঙ্গ টিভির ভিডিয়োটি ভাইরাল হলে, ১৫ জুন, বঙ্গ টিভির তরফে স্পষ্ট জানান হয় যে, দাবিটি ভুল। তাঁদের ভিডিয়োকে এডিট বা সম্পাদিত করে, ভুল ব্যাখ্যা-সহ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
ভিডিয়োটির দ্বিতীয় ফ্রেমে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সুকান্ত মজুমদারদের (Sukanta Mazumder) একটি ঘরের মধ্যে বসে থাকতে দেখা যায়। সেই ফ্রেমটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ১৭ মার্চ ২০২৫ তারিখে, একই ভিডিয়ো নিজেদের এক্স অ্যাকাউন্টে আপলোড করেছিল ANI। ওই ভিডিয়ো থেকে জানা যায় যে, দিল্লিতে সুকান্ত মজুমদারের বাসভবনে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেছিলেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। ভিডিয়োটি সেই বৈঠকের।
ইন্টারনেটে, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ির সামনে নন্দীগ্রামের মানুষদের বিক্ষোভ সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করলে, এমন কোনও খবর পাওয়া যায়নি।
সমস্ত তথ্য-প্রমাণ খতিয়ে দেখে একটা বিষয় স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত এবং দাবিটি ভুয়ো।
Tanujit Das
July 9, 2025
Tanujit Das
July 8, 2025
Tanujit Das
July 7, 2025