Claim
অরবিন্দ কেজরিওয়াল-সরকারের পতনের পর, দিল্লির যমুনা ঘাটে, যমুনা আরতি শুরু করেছে দিল্লির নতুন বিজেপি সরকার।

Fact
ইন্টারনটে দিল্লির যমুনা আরতি সম্পর্কে কিওয়ার্ড সার্চ করলে একাধিক সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। ২০২৪ সালে Navbharat Times ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় যে, দিল্লির কাশ্মীরি গেটের কাছে অবস্থিত বাসুদেব ঘাটে হরিদ্বার ও বারাণসীর-ন্যায় যমুনা আরতি শুরু হয়েছিল। সপ্তাহে দু’দিন- রবিবার ও মঙ্গলবার, সেখানে আরতি শুরু হয়েছিল।
এরপর গুগল ম্যাপে দিল্লির বাসুদেব ঘাট সার্চ করলে দেখা যায় যে, ওই ঘাটের সঙ্গে ভাইরাল ভিডিয়োর হুবহু মিল পাওয়া যায়। সেখান থেকে স্পষ্ট হয় যে, ভাইরাল ভিডিয়োটি দিল্লির বাসুদেব ঘাটের।

এরপর ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে ২০১৫ সালের Aaj Tak–এর ইউটিউব চ্য়ানেলে, অরবিন্দ কেজরিওয়ালের যমুনা আরতির একটি ভিডিয়ো দেখতে পাওয়া যায়। জানা যায় যে, গীতা ঘাতে আরতিতে অংশগ্রহণ করেছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।
অতএব এখন এটা প্রমাণিত যে, দিল্লিতে বিজেপি সরকার গঠনের পর যমুনা আরতি শুরু হওয়ার দাবিটি সঠিক নয়।
Sources
Google Map
Video by Aaj Tak
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z