Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
মহিলাদের ঝামেলার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয়েছে যে, বোরখা ছাড়া কেরলের হিন্দু মহিলাদের বাসে উঠতে বাধা দিয়েছেন মুসলিম মহিলারা।
ঘটনাটির সঙ্গে সাম্প্রদায়িক বা ধর্মীয় কোনও যোগ নেই। সেটি একটা ঝামেলার ভিডিয়ো।

তদন্তে জানা যায় যে, ভিডিয়োর মহিলারা মালয়ালম ভাষায় কথা বলছিলেন। নিউজচেকারের মালায়ালাম টিমের সাহায্যে জানা যায় যে, মহিলাদের কথোপকথনে কোনও সাম্প্রদায়িক ইঙ্গিত ছিল না। এছাড়া ভিডিয়োটির আরও একটি বর্ধিত সংস্করণ পাওয়া যায়, যা ২১ অক্টোবর, ২০২৩ তারিখে থার্ড আই মিডিয়া-র ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল।

ওই পোস্ট অনুযায়ী, মহিলা শিক্ষার্থীরা বাসটি থামিয়ে দাবি করেছিলেন যে, সেটি নির্ধারিত বাস স্ট্যান্ডে থামেনি। এর জবাবে, বাস কর্মীরা যুক্তি দিয়ছিলেন যে বাস স্ট্যান্ডটি যথাযথ অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছিল। উক্ত ঘটনাটি ঘটেছিল কাসারগোড়ের কুম্বালা সিথানগোলিতে।
২৩ অক্টোবর, ২০২৩ তারিখ প্রকাশিত একটি টিভি প্রতিবেদন থেকে জানা যায়: নির্ধারিত স্টপে বাস না থামার ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ দেখিয়েছিল। কুম্বালা-মুলেরিয়া কেএসটিপি সড়কের ভাস্কর নগরে ঘটনাটি ঘটেছিল। সেখানে কানসাস মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ দেখিয়েছিল।” ওই প্রতিবেদনে আরও বলা হয়েছিল যে, ছাত্রীদের সঙ্গে বাস কর্মীদের বাদানুবাদ লেগেছিল। পরে পুলিশ এসে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিল।

এর পর, Newschecker মালয়ালাম টিম কুম্বলা থানার সঙ্গে যোগাযোগ করে। স্টেশন অফিসার জানান, “ঘটনাটি আমাদের নজরে এসেছে এবং এতে সাম্প্রদায়িক কোনও যোগ নেই। এমনকী কোনও মামলাও দায়ের করা হয়নি।”
এখান থেকে স্পষ্ট যে, ঘটনাটির সঙ্গে সাম্প্রদায়িক বা ধর্মীয় কোনও যোগ নেই। সেটি একটা ঝামেলার ভিডিয়ো।
Sources
1. Facebook Post by Third Eye Media on October 21, 2023
2. News Report byReporter TVon October 23, 2023
3. Telephone Conversation with Kumbla Station House Officer Anoob Kumar E
Tanujit Das
March 19, 2025
Sabloo Thomas
June 15, 2023
Paromita Das
October 26, 2021