Claim
ভিডিয়োতে দাবি করা হয়েছে যে, পুরুষ ইমামের বদলে, এক মহিলা বাংলাদেশে নমাজ পড়াচ্ছেন।

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১৮ সালের ২৮ জানুয়ারি,
WION সংবাদমাধ্যমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো আপলোড করা হয়েছিল। তবে ওই প্রতিবেদনে ঘটনাটিকে বাংলাদেশের নয়, বরং ভারতের কেরলের মাল্লাপুরমের বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনটি থেকে জানা যায় যে, ওই মহিলা ইমামের নাম ছিল জামিদা (৩৪)। তিনি ৫০ জনকে শুক্রবারের নমাজ পাঠ করিয়ে, কট্টরপন্থীদের রোষের মুখে পড়েছিলেন।
CRUX-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও একই তথ্য়-সহ খবরটি দেখতে পাওয়া যায়।
ওই সময় Times of India-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জামিদা জানিয়েছিলেন যে, তিনিই ভারতের প্রথম মহিলা ইমাম, যিনি নমাজ পাঠ করিয়েছিলেন। কয়েক বছর আগে আমেরিকায় একই কাজ করে শোরগোল ফেলে দিয়েছিলেন আমিনা ওয়াদুদ নামে আরও এক মহিলা।
সুতরাং এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভাইরাল দাবিটি সঠিক নয়।
Sources
Video by WION, Dated January 28, 2018
Video by CRUX, Dated January 28, 2018
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z