২৭ বছর পর দিল্লিতে নির্বাচন জিতে, দেশের রাজধানীর দখল নিয়েছে বিজেপি এবং ২০ ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে কাজ শুরু করেছেন রেখা গুপ্তা। এই পর্যায়ে সোশ্য়াল মিডিয়ায় রেখা গুপ্তার নামে ভাইরাল হচ্ছে অনেক অসম্পর্কিত, পুরোনো ভিডি। তবে, সেগুলোর মধ্যে একটি ভিডিয়ো নিয়ে অনেকেই বেশ রসিকতা করছেন।
যেখানে ‘লায়লা ম্যায় লায়লা’ হিন্দি গানে একজন মহিলাকে নাচতে দেখা যাচ্ছে এবং নেটিজেনদের একাংশের দাবি, ওই মহিলাই হলেন দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকে লিখেছেন, “দিল্লীর নব নিযুক্ত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। গালাগালি, ভাঙচুরের পাশাপাশি ভালো ডান্সও করতে পারেl”

Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ১৭ ফেব্রুয়ারি সঙ্গীতা মিশ্র নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল।
Sangita Mishra, নামে তাঁর ইউটিউব চ্য়ানেলেও শর্টস আকারে ভিডিয়োটি ১৮ ফেব্রুয়ারি পোস্ট করা হয়েছিল।
ইনস্টাগ্রামের বায়োতে নিজেকে ডান্সার ও নৃত্যপ্রেমি বলে পরিচয় দিয়েছেন সঙ্গীতা মিশ্র। ইনস্টাগ্রাম ও ইউটিউব অ্যাকাউন্টে তাঁর নাচের আরও ভিডিয়ো দেখতে পাওয়া যায়।
ভাইরল ভিডিয়োটির সম্পর্কে আরও তথ্য় পাওয়ার জন্য News Checker-এর তরফে সঙ্গীতা মিশ্রর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তাঁর প্রতিক্রিয়া পাওয়া গেলে এই প্রতিবেদনে সেটা আপডেট করা হবে।
দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা। ১৯৭৪ সালে হরিয়ানার জুলানায় রেখা গুপ্তার জন্ম। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকে তাঁর যাত্রা শুরু হয়েছিল। তিনি তিনবারের কাউন্সিলর এবং দক্ষিণ দিল্লি কর্পোরেশনের (SDMC) প্রাক্তন মেয়র ছিলেন। এইবার প্রথম বিধায়ক নির্বাচিত হয়েই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন।
Conclusion
সুতরাং এখান থেকে প্রমাণিত যে, ভাইরাল ভিডিয়োতে যে মহিলাকে নাচতে দেখা যাচ্ছে তিনি, দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নন।
Sources
Instagram post by Sangita Mishra, Dated February 17, 2025
Youtube post by Sangita Mishra, Dated February 18, 2025
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z