Fact Check
Murshidabad Violence: হিন্দু-রক্ষার্থে এবার পথে নেমে প্রতিবাদে সামিল যোগী আদিত্যনাথ? না, ভাইরাল ব্যক্তির পরিচয় জানুন
Claim
মুর্শিদাবাদের সংঘর্ষের (Murshidabad Violence) আবহে সোশ্য়াল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে দাবি করা হচ্ছে যে, পশ্চিমবঙ্গের হিন্দুদের রক্ষার দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, চলতি মাসের ১৯ এপ্রিল, apna_ramgarh_festival নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল।
ওই ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি খুঁজলে প্রতিবাদের আরও ভিডিয়ো দেখতে পাওয়া যায়। সেখানে একই ব্যক্তিদের দেখা যায় এবং ওই ভিডিয়োগুলোর থেকেই জানা যায় যে, ‘ছত্রপতি শিবাজি সেনা’ নামের একটি সংগঠন সেই প্রতিবাদটি করেছে।
এরপর ইন্টারনেটে ‘ছত্রপতি শিবাজি সেনা’ লিখে খোঁজ করলে আমরা ফেসবুকে তাঁদের পেজটি খুঁজে পাই। সেখান থেকে জানা যায় যে, এটি উত্তরপ্রদেশের একটি হিন্দুত্ববাদী সংগঠন।
এরপর Newschecker-এর তরফে ‘ছত্রপতি শিবাজি সেনা’র প্রধান অর্চিত আর্যর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আমাদের স্পষ্ট জানান যে, ভাইরাল দাবিটি সঠিক নয়। ভাইরাল ভিডিয়োতে যে ব্যক্তিকে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলে উল্লেখ করা হচ্ছে, তাঁর আসল নাম যোগী বিজেন্দ্রনাথ। তিনি ‘ছত্রপতি শিবাজি সেনা’র একজন সদস্য। মুর্শিদাবাদের সংঘর্ষের (Murshidabad Violence) প্রতিবাদে, গত ১৮ এপ্রিল, ওই সংগঠনের তরফে দিল্লির বঙ্গ ভবনের সামনে একটি প্রতিবাদ কর্মসূচি করা হয়েছিল। ভাইরাল ভিডিয়োতে সেটাই দেখা যাচ্ছে।
অতএব এখান থেকে স্পষ্ট যে, পশ্চিমবঙ্গের হিন্দুদের রক্ষার দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ- দাবিটি সঠিক নয়।
Sources
Video by apna_ramgarh_festival, April 19, 2025
Telephonic conversation with Archit Arya, President of Chhatrapati Shivaji Sena
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z