বৃহস্পতিবার, ডিসেম্বর 26, 2024
বৃহস্পতিবার, ডিসেম্বর 26, 2024

HomeFact Check২০১৮ সালের মাথার খুলি নিয়ে কৃষকদের বিক্ষোভের ছবি পুনরায় ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

২০১৮ সালের মাথার খুলি নিয়ে কৃষকদের বিক্ষোভের ছবি পুনরায় ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সংসদে নতুন কৃষি বিল পাস্  হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে কৃষকদের আন্দোলনের খবর সামনে আসছে। এই আবহে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে কৃষক আন্দোলনের কিছু ছবি। কোথাও কৃষকদের মাথার খুলি নিয়ে বিক্ষোভ মিছিল করতে দেখা যাচ্ছে আবার কোথাও সব্জির মালা পরে রাস্তায় দাঁড়িয়ে চলছে অবরোধ।  এই ছবিগুলোর মধ্যে সব থেকে ভাইরাল যে ছবিটি তা হলো এক কৃষককে কয়েকটি মাথার খুলি নিয়ে আর্ত-চিৎকারের ছবি, এই ছবিটির সাথে ক্যাপশনে লেখা হয়েছে –

তামিলনাড়ুর সেই কৃষক যিনি তাঁর সহকর্মীদের #মাথার_খুলি নিয়ে আন্দোলন করতে গতকাল দিল্লিতে পৌঁছে গিয়েছেন। তার সহকর্মীরাও কৃষক ছিলেন এবং যারা আত্মহত্যা করে মারা গিয়েছেন। তাদের  আত্ম বলিদান কে জীবিত রাখতে তিনি #খুলিগুলো এখনো আগলে রেখেছেন।

আমাদের দেশের অন্নদাতা কৃষক বন্ধুদের যেন আর আত্মহত্যা করতে না হয়, এই শপথ নিয়ে আপনারাও কৃষক আন্দোলনে যোগদান করুন।

https://www.facebook.com/renunciate.with.A/photos/a.590013504681400/1280210308995046/
https://www.facebook.com/photo?fbid=127029242475163&set=a.104209958090425
https://www.facebook.com/ProgressiveIndian1/photos/a.289152798262055/954508908393104/
https://www.facebook.com/photo?fbid=1030873894013525&set=a.461746860926234

Fact check / Verification 

মাথার খুলি হাতে কৃষকের আর্ত-চিৎকারের ছবিটি এখনের নয়, ২০১৮ সালের যা সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছে। রিভার্স ইমেজের সার্চের দ্বারা Getty iamge থেকে এর আসল ছবি পাই যেখানে ৩০সে নভেম্বর ২০১৮ সালের তারিখ দেওয়া রয়েছে। ২০১৮ সালের নভেম্বরে তামিলনাড়ুর প্রায় ১৫ হাজার কৃষক রোমিলা ময়দান থেকে পার্লামেন্ট হাউসের দিকে বিক্ষোভ মিছিল করে, এবং এদের সাথে পারে যুক্ত হন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী। এই প্রতিবাদী মিছিলের বিস্তারিত খবর পাই India Today, Times of IndiaDeccan Chronicle থেকে।

https://www.gettyimages.in/detail/news-photo/farmer-from-tamil-nadu-wears-human-skulls-during-kissan-news-photo/1066870114

Conclusion

২০২০ সালের কৃষি বিল ভারতীয় কৃষকদের জন্য প্রাণঘাতী এই মর্মে সারা ভারতে শুরু হয়েছে বিক্ষোভ। সাংসদ থেকে কৃষক প্রত্যেকেই এই বিলের প্রতি বিরোধ প্রদর্শনে সামিল হয়েছে। কৃষি বিলের বিরোধ প্রদর্শনের মিছিলের ছবির সাথে ভাইরাল হচ্ছে কিছু পুরোনো ছবি যেমন হাতে মাথার খুলি নিয়ে তামিলনাড়ুর এক কৃষকের কান্নার ছবি এখনকার বলে ভাইরাল হয়েছে।  

Result : Misleading

Our sources

Getty Image https://www.gettyimages.in/detail/news-photo/farmer-from-tamil-nadu-wears-human-skulls-during-kissan-news-photo/1066870114

Times of India – https://timesofindia.indiatimes.com/blogs/right2write/tamil-nadu-farmers-cry-and-modis-answer/

India Today –https://www.indiatoday.in/india/story/300-farmers-from-trichy-to-join-two-day-protest-in-delhi-to-demand-loan-waivers-1398429-2018-11-29

Deccan Chroniclehttps://www.deccanchronicle.com/nation/current-affairs/301118/will-march-naked-to-parliament-if-demand-not-met-tn-farmers-in.html

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular