Authors
Claim
ভারতে মসজিদে আগুন লাগাচ্ছে হিন্দুত্ববাদীরা।
Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, গত ৮ ডিসেম্বর Abd Karim Ahmad নামের একটি ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একই ছবি পোস্ট করা হয়েছিল। ওই পোস্টে দাবি করা হয়েছিল যে, ইন্দোনেশিয়ার Luwuk Banggai শহরে অবস্থিত সেন্ট্রাল মার্কেটে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। যার ফলে তার কাছেই থাকা আল ইখসান মসজিদও ক্ষতিগ্রস্থ হয়েছিল।
এই সূত্র ধরে সার্চ করলে দেখা যায়, একই দিনে ইন্দোনেশিয়ান সংবাদমাধ্য়ম Tribun News-এর ওয়েবসাইটে এই অগ্নিকাণ্ড সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল।
এছাড়া, Google Street View-এর সাহায্য়ে আমরা আল ইখসান মসজিদের অবস্থান যাচাই করি এবং সেটার সঙ্গে ভাইরাল ভিডিয়োর মিল পাওয়া যায়।
অতএব, অগ্নিদগ্ধ মসজিদের ভিডিয়োটি ভারতের নয়, ইন্দোনেশিয়ার।
Result: False
Sources
Report by Tribun News, Dated December 8, 2024
Google Street View
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।