শুরু হয়েছে মুসলিমদের পবিত্র রমজান মাস। তার মধ্যেই ৪ মার্চ, ২০২৫, মঙ্গলবার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ান্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা এবং ওই ম্যাচ চলাকালীন বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে মহম্মদ শামিকে এনার্জি ড্রিঙ্ক খেতে দেখা যায়। মুহূর্তে সেই ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রমজান মাসে রোজা না রাখার অভিযোগ তুলে তুমুল সমালোচনার মুখে পড়েন ভারতের তারকা পেসার। কেউ কেউ তো দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হাশিম আমলার সঙ্গে শামির তুলনাও টানেন।
মহম্মদ শামিকে আক্রমণ করে সোশ্য়াল মিডিয়ায় নেটিজেনদের একাংশ লেখেন, “আপনি যদি ক্ষুধার্ত বোধ করেন, রোজা রাখা অবস্থায় হাশিম আমলার এই ইনিংসটি মনে রাখবেন! [ বিঃদ্রঃ হ্যাঁ, হাশিম আমলা এই ইনিংসটি রোজা রেখে খেলেছিলেন। এটি ছিল ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে অনুষ্ঠিত টেস্ট ম্যাচ, যেখানে তিনি ৩১১* রানের অবিস্মরণীয় ইনিংস খেলেছিলেন। এই ইনিংসটি দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসের প্রথম ত্রিশতক ছিল। আমলা একজন ধর্মপ্রাণ মুসলিম এবং ক্যারিয়ারের বিভিন্ন সময় রোজা রেখে খেলেছেন। ২০১২ সালের সেই টেস্ট ম্যাচ চলাকালীন রমজান মাস ছিল, এবং তিনি রোজা রেখেই ব্যাটিং করেন, যা তার শারীরিক ও মানসিক দৃঢ়তার এক অনন্য উদাহরণ।]”

Fact Check/ Verification
গুগলে “হাশিম আমলা”, “ট্রিপল সেঞ্চুরি” এবং “রোজা” এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলে The Guardian-এ ২২ জুলাই, ২০১২ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাওয়া যায়। যে প্রতিবেদনে বলা হয়েছিল, “আমলা দাবি করেন যে তিনি খরগোশের মতো খান, কিন্তু দুর্ভাগ্যবশত ইংল্যান্ডের বোলারদের দৃষ্টিকোণ থেকে, তিনি খরগোশের মতো ব্যাট করেন না। একমাত্র আশ্চর্যের বিষয় হল এই ধর্মপ্রাণ মুসলিম খাচ্ছেন।” ওই প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল যে, রমজান সত্ত্বেও উপবাস স্থগিত রেখেছিলেন হাসিম আমলা।

ESPNcricinfo- এর ২০১৭ সালের একটি প্রতিবেদনে ইংল্যান্ডের বিপক্ষে হাসিম আমলার আইকনিক ট্রিপল সেঞ্চুরির বিবরণ দিতে গিয়ে লেখা হয়েছিল, “সেই সময় ছিল মুসলিমদের রমজান মাস এবং যদিও আমলা ম্যাচের দিনগুলিতে রোজা রাখতেন না, তবুও তিনি শ্রদ্ধার নিদর্শন হিসেবে খাওয়া বিষয়টি গোপন রেখেছিলেন।”
Cricbuzz ওয়েবসাইটের আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, আমলা তার কিংবদন্তি ইনিংসের সময় রোজা রাখেননি।
Conclusion
সুতরাং এখান থেকে প্রমাণিত যে, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হাশিম আমলার উদারহণ টেনে এবং রোজা না রাখা নিয়ে, মহম্মদ শামিকে করা আক্রমণের দাবিটি সম্পূর্ণ ভুয়ো।
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z