Thursday, March 13, 2025

Fact Check

Fact Check: এটা চ্যাম্পিয়ান্স ট্রফি জয়ের পর রোহিত-বিরাটদের হোটেলে অভ্যর্থনার দৃশ্য না, আসল সত্যটা জানুন 

Written By Kushel Madhusoodan, Translated By Tanujit Das, Edited By Chayan Kundu
Mar 12, 2025
banner_image

Claim

আইসিসি চ্যাম্পিয়ান্স ট্রফি জিতে, ভারতীয় দল হোটেলে ফিরলে, তাঁদের অভ্য়র্থনার দৃশ্য।

Fact

ভাইরাল ভিডিয়োটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা য়ায় যে, ২ মার্চ, ২০২৫, একই ভিডিয়ো Beena Ashar নামের একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিল। একই দিনে, নিজের ফেসবুক পেজেও ভিডিয়োটি তিনি পোস্ট করেছিলেন।

Instagram will load in the frontend.

২ মার্চ, গ্রুপ পর্যায়ের ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানে পরাজিত করেছিল রোহিত-বিরাটরা। সম্ভবত ভিডিয়োটি ওই ম্যাচ শেষের উদযাপনের হতে পারে। যদিও ভিডিয়োটি তারিখ ও স্থান সম্পর্কে তেমন কোনও তথ্য, এখনও পর্যন্ত আমাদের কাছে নেই। তবে একটা বিষয় স্পষ্ট যে, ৯ মার্চ চ্যাম্পিয়ান্স ট্রফির ফাইনালে ভারতের জয়ের পরের সেলিব্রেশনের ভিডিয়ো এটি নয়। 

ভিডিয়োটি সম্পর্কে আরও তথ্য পাওয়ার জন্য News Checker-এর তরফে Beena Ashar-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁর উত্তর পেলে এই প্রতিবেদনে সেটা আপডেট করা হবে।

Sources
Instagram video, Beena Ashar, March 2, 2025

ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z

RESULT
imageMissing Context
image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,430

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage