শনিবার, নভেম্বর 2, 2024
শনিবার, নভেম্বর 2, 2024

HomeFact CheckFact Check: হাওড়ার রঙ্গোলি মলে ‘দা কেরালা স্টোরি’ দেখতে আসা দর্শকদের গ্রেপ্তার...

Fact Check: হাওড়ার রঙ্গোলি মলে ‘দা কেরালা স্টোরি’ দেখতে আসা দর্শকদের গ্রেপ্তার করেছে পুলিশ? 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Claim: পুলিশ, বেলুড়ের রঙ্গোলি মলের Inox এ ‘দা কেরালা স্টোরি’ দেখতে আসা দর্শকদের আটক করেছে 
Fact: দাবিটি ভুল, এই সিনেমাটির শো বন্ধ করে দেওয়ায় গন্ডগোল করা যুবকদের হল থেকে বের করে দিয়েছে পুলিশ

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি ভাইরাল ভিডিওতে দাবি করা হয়েছে হাওড়ার রঙ্গোলি মলে ‘দা কেরালা স্টোরি’ দেখতে আসা দর্শকদের গ্রেপ্তার করেছে পুলিশ। এই দাবি সমেত যে ভিডিওটি ছড়িয়েছে সেখানে দেখা যাচ্ছে সাদা পোশাকের পুলিশ দুজন যুবককে জামার কলার ধরে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। 

দা কেরালা স্টোরি image 1
Courtesy: Facebook/bengalnewsindiahindi

পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়েছে ‘দা কেরালা স্টোরি’

মে মাসের ৫ তারিখে প্রেক্ষাগৃহে এসেছে ‘দা কেরালা স্টোরি’ এর পর এই ছবিটিকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই আবহে ৮ই মে রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে এই সিনামটিকে। কেরলের তিনটি মেয়ের ইসলামিক জঙ্গি সংগঠন IS এ যোগদানের এই সিনেমাটি  প্রদর্শিত হলে শান্তি ভঙ্গ হতে পারে এবং রাজ্যের আইনশৃংখলা বজায় রাখার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ চলচ্চিত্র আইন ১৯৫৪ এর ৬(১) ধারায় এই ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

Fact check / Verification 

হাওড়ার রঙ্গোলি মলে ‘দা কেরালা স্টোরি’ দেখতে আসা দর্শকদের গ্রেপ্তার করেছে পুলিশ এই দাবিটি সত্যতা জানার জন্য আমরা প্রথমে গুগল কিছু কীওয়ার্ড দ্বারা অনুসন্ধান শুরু করি। কিছু আশানুরূপ কোনো রিপোর্ট আমরা পাইনি। 

আরো অনুসন্ধানের পর আমরা হওয়া পুলিশের একটি টুইট পাই। ৯ই মের এই টুইটে হাওড়া পুলিশ জানিয়েছে সোশ্যাল মিডিয়াতে ‘দা কেরালা স্টোরি’ দেখতে আসা দর্শকদের পুলিশের হাতে নিগ্রহ ও সিনেমাটি দেখতে বাঁধার দেওয়ায় দাবিটি ‘সম্পূর্ণ মিথ্যা’ . 

পুলিশের তথ্য অনুসারে, সোমবার বেলুড়ের রঙ্গোলি মলের INOX এ প্রায় ৩০-৪০ জন চিৎকার চেঁচামিচি করতে থাকে এই সিনেমাটির টিকিটের টাকা ফেরতের জন্য। তাদের দাবি ছিল তাদের তৎক্ষণাৎ টাকা ফেরত দিতে হবে। পরিস্থিতি শান্ত করতে বেলুড় পুলিশ এতে হস্তক্ষেপ করে। যদিও এদের মধ্যে ৪জনকে তখন নিয়ন্ত্রনে  আনা যায়নি। তাদের পরে বেলুড় থানায় নিয়ে যাওয়া হয় এবং আইনি কাজকর্ম সারার পর ছেড়েও দেওয়া হয়। 

আমরা রঙ্গোলি মলের INOX এর কর্তাব্যক্তিদের সাথে যোগাযোগ করি। ওনারা জানিয়েছেন, সিনামটি নিষিদ্ধ হয়ে যাওয়ায় কিছু দর্শক হলের সামনে অশান্তি শুরু করে, সাথে সাথে টিকিটের টাকা ফেরতের দাবি জানায়। এরমধ্যে ৪-৫জন আরো বেশি সমস্যা তৈরী করায় পুলিশ ডাকা হয় ও তাদের পরাস্ত করা হয়। 

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি হাওড়ার রঙ্গোলি মলে ‘দা কেরালা স্টোরি’ দেখতে আসা দর্শকদের গ্রেপ্তার করেছে পুলিশ এই দাবিটি বিভ্রান্তিকর। সিনেমাহলের সামনে অশান্তি করার জন্য ৪-৫জনকে বেলুড় পুলিশ কিছু সমস্যের জন্য আটক করেছিল।

(প্রতিবেদনটি সর্বপ্রথম Newschecker English এ প্রকাশিত হয়েছে)  

Result: Missing Context

Our Sources
Tweet thread, Howrah City Police, May 9, 2023
Conversation with Inox authorities

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular