Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
স্বাধীনতা দিবসের ভাষণে বিজেপি, আরএসএস, সাভারকরকে নিয়ে কুমন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
৭৯তম স্বাধীনতা দিবসে (Independence Day), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) বক্তব্য বলে, News 18 Bangla-র যে স্ক্রিনশটগুলো ভাইরাল হয়েছে, তা আসলে সম্পাদিত বা এডিটেড।
৭৯তম স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে, শুক্রবার নয়াদিল্লির লালকেল্লার পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এছাড়া জাতীর উদ্দেশে ভাষণ দেওয়ার সময়, একাধিক বিষয় নিয়ে কথা বলেন তিনি। যার মধ্যে অন্যতম অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্য তুলে ধরা, পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলো এবং অনুপ্রবেশকারীদের সতর্ক করা এবং সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের বর্তমান অবস্থান যে বদলাচ্ছে না, তা স্পষ্ট করে দেওয়া। এছাড়া জিএসটি হার সংস্কার করে, মধ্যবিত্ত ও যুব সমাজকে দীপাবলিতে বড় উপহার দেওয়ারও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
এই সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, News 18 Bangla চ্যানেলে সম্প্রচারিত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ভাষণের পাঁচটি স্ক্রিনশট। যেখানে বিজেপি, আরএসএস, সাভারকরকে নিয়ে কুমন্তব্য লেখা রয়েছে এবং দেখানো হয়েছে যে, ৭৯তম স্বাধীনতা দিবসের (Independence Day) দিন, লালকেল্লা থেকে জাতীর উদ্দেশে দেওয়া ভাষণের সময় সেই কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার ছবি-সহ স্ক্রিনশটগুলোতে লেখা রয়েছে, “স্বাধীনতা আন্দোলনে RSS এর একজন শহীদের ছবি দেখাতে পারলে 15 লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা”, “ব্রিটিশের পদলেহন কারি বিশ্বাস ঘাতক সাভারকার এর যোগ্য উত্তরসূরী নরেন্দ্রার কা সেরেন্ডার”, “স্বাধীনতা দিবসে সমগ্র দেশবাসীর একটাই দাবি ” ভোেট চোর গদি ছোড়”, “ভারতের স্বাধীনতা আন্দোলনে যাদের অবদান বিশ্বাস ঘাতকতা বেইমানি তারাই আজ বড় বড় ভাষন দিচ্ছেন”, “৭৯ তম স্বাধীনতা দিবসে একজন ভোেট চোর অবৈধ প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন দিল্লির লাল কেল্লা থেকে”। (বানান অপরিবর্তিত রাখা হয়েছে)

তদন্তের শুরুতে আমরা News 18 Bangla-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi), ৭৯তম স্বাধীনতা দিবসে (Independence Day) ভাষণের লাইভ ভিডিয়োতে খতিয়ে দেখি। ১ ঘণ্টা ২৬ মিনিট দীর্ঘ, সেই ভিডিয়োর কোনও প্রধানমন্ত্রীকে ভাইরাল স্ক্রিনশটে থাকা বক্তব্যগুলো বলতে শোনা যায়নি।
এরপর আরও একটি ভিডিয়োতে, চ্যানেলে সম্প্রচারের সময়ের হুবহু সেই ফ্রেমটি খুঁজে পাই, যা ভাইরল স্ক্রিনশটে দেখতে পাওয়া যাচ্ছে। তবে সেখানে লেখা রয়েছে, “ডেরায় ঢুকে জঙ্গিঘাঁটি গুড়িয়েছে সেনা”, “পাকিস্তানের ব্ল্যাকমেল আর সহ্য করবে না ভারত: প্রধানমন্ত্রী”, “সংবিধানের জন্য বলিদান দিয়েছেন বহু মানুষ”।

এছাড়া এমন কোনও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি, যা ভাইরাল স্ক্রিনশটগুলোর বক্তব্যকে সমর্থন করে।
এখান থেকেই স্পষ্ট যে, ৭৯তম স্বাধীনতা দিবসে (Independence Day), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) বক্তব্য বলে, News 18 Bangla-র যে স্ক্রিনশটগুলো ভাইরাল হয়েছে, তা আসলে সম্পাদিত বা এডিটেড।
Sources
Video by News 18 Bangla, dated August 15, 2025
Kushel Madhusoodan
September 2, 2025
Tanujit Das
October 15, 2025
Runjay Kumar
September 17, 2025