Claim
পাকিস্তান সঙ্গে সংঘর্ষে ভারতের (India-Pakistan Conflict) শোচনীয় পরাজয়ের কারণে ভারতীয়রাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে রসিকতা করছেন।

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালের ২ জুলাই, একই ভিডিয়ো ANI-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। ইংরেজিতে যার শিরোনাম ছিল, “TMC’s Kalyan Banerjee’s hilarious ‘Kit-Kit’ jibe at BJP makes Lok Sabha MPs burst into laughter”। ভিডিয়ো থেকে বোঝা যায় যে, গত লোকসভা নির্বাচনে বিজেপির দেওয়া ‘চারশো পাড়’ স্লোগান নিয়ে রসিকতা করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
অন্যান্য সংবাদমাধ্যম যেমন, CNN News18 ও The Indian Express-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও ভিডিয়োটি একই বর্ণনা-সহ, একই সময়ে আপলোড করা হয়েছিল।
অতএব, এখন এটা স্পষ্ট যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রসিকতা করার ভিডিয়োটি পুরনো। সেটির সঙ্গে ভারত-পাক সাম্প্রতিক সংঘর্ষের (India-Pakistan Conflict) কোনও যোগ নেই।
Sources
Video by ANI, dated July 2, 2024
Video by CNN News18, dated July 2, 2024
Video by The Indian Express, dated July 2, 2024