Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
চলমান ভারত-পাক সংঘর্ষের (India-Pakistan Conflict) আবহে হঠাৎ করে সংঘর্ষবিরতি ঘোষণা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করছেন অমিত শাহ (Amit Shah)।
ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং দাবিটি ভুল।
কয়েকদিনের উত্তেজনার পর, অবশেষে সীমান্তে সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ভারত-পাকিস্তান (India-Pakistan Conflict)। ১০ মে, বিদেশ সচিব বিক্রম মিস্রি জানান, “ভারতীয় সময় বিকেল ৩টে ৪৫ মিনিট নাগাদ পাক সেনার ডিরেক্টর জেনারেল (DGMO) ফোক করেছিলেন ভারতীয় সেনার ডিজিএমও-কে। দু পক্ষই, ভূমি, আকাশ ও জলপথে গোলাগুলি এবং সামরিক কার্যকলাপ বন্ধে রাজি হয়েছে, যা আজ বিকেল ৫টা থেকে শুরু হবে।”
এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ২৯ সেকেন্ডের একটি বক্তব্যের ভিডিয়ো। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “সবচেয়ে বড় ভুল, যখন আমাদের সেনা জিতছিল, পঞ্জাব পর্যন্ত পৌঁছতেই সংঘর্ষবিরতি ঘোষণা করে দেওয়া হয়েছিল এবং পাক অধিকৃত কাশ্মীরের জন্ম হয়েছিল। সংঘর্ষবিরতি তিনদিন পরে ঘোষণা করলে, আজ পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হতো…”
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, চলমান ভারত-পাক সংঘর্ষের (India-Pakistan Conflict) আবহে হঠাৎ করে সংঘর্ষবিরতি ঘোষণা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করছেন অমিত শাহ (Amit Shah)।
ভাইরাল ভিডিয়োটির উপরে স্পষ্ট ভাবে ডেট স্ট্যাম্পটি দেখতে পাওয়া যাচ্ছে। ইংরেজিতে যেখাে ২০২৩ সালের ৬ ডিসেম্বর লেখা রয়েছে।
সেই সূত্র ধরে সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে দেখা যায় যে, ২০২৩ সালের ৬ ডিসেম্বর, একই ভিডিয়ো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও আপলোড করা হয়েছিল। সেখান থেকে জানা গিয়েছে যে, জম্ম-কাশ্মীর সংরক্ষন সংশোধনী বিল ২০২৩ -এর বিষয়ে ওই দিন বক্তব্য পেশ করেছিলেন অমিত শাহ। পুরো বক্তব্যের ৫৩ মিনিট ২৭ সেকেন্ডে দেখা গিয়েছে, কাশ্মীর ভাগ হওয়ার কারণ হিসেবে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে দায়ি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং নেহেরুর ভুল নীতির বিরোধিতা করেই ভাইরাল ভিডিয়োর বক্তব্যগুলো পেশ করেছিলেন তিনি।
বহু সংবাদমাধ্যমেও শাহের বক্তব্যটি ওই সময় প্রকাশিত হয়েছিল। যা দেখা যাবে এখানে, এখানে ও এখানে।
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং দাবিটি ভুল।
Sources
YouTube Video By Amit Shah, Dated December 6, 2023
Tanujit Das
May 26, 2025
Tanujit Das
May 24, 2025
Tanujit Das
May 21, 2025