Claim
২৩ ফেব্রুয়ারি দুবাইতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ান্স ট্রফির ম্যাচে ভারতের কাছে পাকিস্তানের হার। এরপরই টিভি ভাঙচুর শুরু করেছে পাক সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো।

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর, একই ভিডিয়ো, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক আলি হাসান। সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায় যে, সেই বছর এশিয়া কাপে বাংলাদেশের কাছে পাকিস্তান পরাজিত হলে, টিভি ভাঙচুর করেছিলেন পাক সমর্থকরা।
ARY NEWS-এর তরফেও একই তথ্য-সহ ভিডিয়োটি, ওই সময় পোস্ট করা হয়েছিল।

অতএব এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং পাক সমর্থকদের টিভি ভাঙার ভিডিয়োটির সঙ্গে চ্যাম্পিয়ান্স ট্রফির ভারত-পাক ম্যাচের কোনও যোগ নেই।
Source
Video by ARY NEWS, Dated September 27, 2018
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z