Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
বর্তমানে ফেসবুকে একটি পোস্ট খুব ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে যে, রাষ্ট্রসংঘে স্থায়ী সদস্যপদ পেয়েছে ভারত। ১৯৩টি সদস্য দেশের মধ্যে, ১৪৭টি রাষ্ট্র, এমনকী প্রতিবেশী চিনও ভারতের পক্ষে ভোট দিয়েছে। বিশ্বের ষষ্ঠ মহাশক্তি হিসেবে, এখন থেকে ‘ভেটো’ ক্ষমতা প্রয়োগ করতে পারবে ভারত। যাতে অখুশি পাকিস্তান ও আমেরিকা।
নিজেদের হোয়াটসঅ্যাপ টিপলাইন নম্বরে (+91-9999499044) পোস্টটি যাচাইয়ের জন্য পেয়েছে নিউজ চেকার।

তদন্তের শুরুতে ইন্টারনেটে এই সংক্রান্ত কি-ওয়ার্ড সার্ক করে, তেমন কোনও সংবাদ প্রতিবেদন নজরে পড়েনি। এছাড়া রাষ্ট্রসংঘের অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও এমন কোনও পোস্ট দেখা যায়নি।
এরপর রাষ্ট্রসংঘের অফিসিয়াল ওয়েবসাইট ঘেঁটে জানা যায়, ১৯৪৫ সালে গঠিত হওয়া রাষ্ট্রসংঘে বর্তমানে মোট ১৯৩টি দেশ অন্তর্ভূক্ত রয়েছে। ১৯৪৫ সাল থেকে ভারত যার মধ্যে একটি। এছাড়া রাষ্ট্রসংঘে স্থায়ী সদস্য পদ বলে তেমন কিছু হয় না।

রাষ্ট্রসংঘের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে ওই সংগঠনের স্থায়ী সদস্যরা হল- আমেরিকা, চিন, রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেন। এই পাঁচটি দেশেরই কেবলমাত্র ‘ভেটো’ প্রয়োগের ক্ষমতা রয়েছে। তবে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার জন্য বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছে ভারত। তবে সেই স্থায়ী সদস্য পদ এখনও পায়নি।
২০২৫ সালে অনুষ্ঠিত, রাষ্ট্রসংঘের বার্ষিক সাধারণ সভার বিতর্কে (৮০তম অধিবেশন) ( এখানে এবং এখানে) নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ এবং ভেটো ক্ষমতার কোনও প্রস্তাব পাস হয়নি।
এই স্থায়ী সদস্যরা ছাড়াও, ১০টি দেশকে, অস্থায়ী-সদস্য হিসেবে, দুই বছরের জন্য বেছে নেওয়া হয়। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় সেই নির্বাচয় প্রক্রিয়াটি হয়। বর্তমানে, আলজেরিয়া, ডেনমার্ক, গ্রিস, গুয়েনা, পাকিস্তান, পানামা, কোরিয়া, সিয়েরা লিয়ন, স্লোভেনিয়া ও সোমালিয়া-হল সেই ১০ টি অস্থায়ী সদস্য দেশ।

তদন্তের সময় বিভিন্ন প্রতিবেদনে (এখানে, এখানে, এখানে ও এখানে) উঠে এসেছে যে, বিভিন্ন সময় আমেরিকা, ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেন রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য পদের জন্য ভারতের নামতে মনোনিত করেছে।
ফলে এখান থেকে প্রমাণিত হয় যে, ভাইরাল পোস্টে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়ার দাবিটি বিভ্রান্তকর।
Sources
United Nation’s official website
United Nation Security council’s official website
Kushel Madhusoodan
October 27, 2025
Tanujit Das
October 16, 2025
Tanujit Das
September 20, 2025