হিজাব বিতর্কের মাঝে বিভ্রান্তিকর দাবি সমেত বোরখা পড়া এক ব্যক্তির ভিডিও ভাইরাল হয়েছে যার সাথে হিন্দিতে ক্যাপশনে লেখা হয়েছে ‘পর্দা ফাঁস হলো, হর মোদী, ঘরে ঘরে যোগী’ . ভিডিওটিতে দেখা যাচ্ছে নীল উর্দিধারী কিছু পুলিশ অটো থেকে বোরখা পড়া দুইজন মহিলাকে নামালেন এবং একজনকে বোরখা খুলতে বলা হলে দেখা যায় তার মাথায়, পেটে কিছু প্যাকেট বাধা রয়েছে এবং সে মহিলা নয় পুরুষ।

ভিডিওটিতে বাংলায় লেখা রয়েছে ‘চট্টগ্রামে রাউজানে অন্তঃসত্ত্বা সেজে মাদক পাচারকালে আটক দুই’ .যদি লেখা অনুসারে এই ভিডিওটি বাংলাদেশের চট্টগ্রামের হয় তাহলে বলা যেতে পারে অপ্রাসঙ্গিক ভাবে এই ভিডিওটির সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের পুনরায় নির্বাচিত হয়ে আসা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম জোড়া হয়েছে।
কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা জানতে পারি ফেব্রুয়ারি মাসের ৯ তারিখেও এই ভিডিওটি শেয়ার হয়েছিল।
অন্যদিকে কর্ণাটকের হিজাব পরিধান নিয়ে সুপ্রিম কোর্টের নতুন রায়, হাইকোর্টের তড়িঘড়িতে কোনো রায় দেওয়া যাবে না। কর্ণাটক হাইকোর্ট এর আগেই জানিয়েছিল যেহেতু ইসলামে হিজাব পড়া বাধ্যতামূলক নয় তাই, কোনো শিক্ষাক্ষেত্রেও হিজাব পরে যাওয়া যাবে না। আর এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কলেজ ছাত্রী আশিত শিফা। সে এবং তার আইনজীবী দেবদত্ত কামাত জানিয়েছে যেহেতু ২৮শে মার্চ থেকে কলেজে পরীক্ষা শুরু হবে তাই সুপ্রিমকোর্ট যেন শীঘ্রই কোনো সিদ্ধান্তে আসে নাহলে অকারণ ছাত্রীটির পরীক্ষা না ডোবার কারণে একটি বছর নষ্ট হবে। যদিও এই আবেদনকে খারিজ করেছে সুপ্রিমকোর্ট।
Fact check / Verification
হিজাব বিতর্কের মাঝে বোরখা পড়া এক মহিলা ও পুরুষের যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে Smile TV র একটি লোগো আমরা দেখি। কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা ইউটুউবে Smile TV চ্যানেলটি পাই এবং জানতে পারি ভিডিওটি আসলে ২০২১ সালের ১১ই মার্চ আপলোড করা হয়েছিল। বাংলাতে যে লেখাটি আমরা দেখি সেটি সত্যি। অর্থাৎ এই ঘটনাটি বাংলাদেশের চট্টগ্রামের রাউজানের ঘটনা (Bangladesh Liquor Smuggling)।

হিজাব বিতর্কের মাঝে বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল হলো বাংলাদেশের ভিডিও
ইউটুউব ভিডিও ছাড়াও আমরা গুগলে কীওয়ার্ড দ্বারা প্রথম আলোর ৯ই মার্চ ২০২১ সালের একটি রিপোর্ট পাই। রিপোর্টে বলা হয়েছে রাউজান পৌরসভার জলিলনগরের সিএমপি মসজিদসংলগ্ন সড়ক থেকে মুহম্মদ সাগর ও আমিনা বেগম নামের দুজনকে আটক করেছে চট্টগ্রাম পুলিশ। মুহম্মদ সাগর একজন গর্ভবতী মহিলার অছিলায় বোরখা পরে গায়ে, পেটে স্যালাইনের মধ্যে মদ ভরে পাচার করছিলো (Bangladesh Liquor Smuggling) । তাদের দুজনকে আটক করার পর প্রায় ৫২ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে।

Conclusion
আমাদের অনুসদ্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে হিজাব বিতর্কের মাঝে বিভ্রান্তিকর দাবি সমেত বাংলাদেশের চট্টগ্রামের অন্তঃসত্ত্বা নারী সেজে মদ পাচারে গ্রেপ্তার হওয়ার ভিডিওটি ছড়িয়েছে।
Result : Partly False
Our Sources
Smile TV – https://www.youtube.com/watch?v=c4wflG6PLeI
Prothom Alo – https://www.prothomalo.com/bangladesh/district/%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%83%E0%A6%B8%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%A6-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B7%E0%A6%B8%E0%A6%B9-%E0%A6%86%E0%A6%9F%E0%A6%95-%E0%A7%A8
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।