বাংলাদেশে হাসিনা সরকারের পতন ও ইউনুস সরকারের শুরুর দিন থেকেই সংখ্যালঘু, বিশেষত হিন্দুদের উপর একের পর এক হামলার ও জামাত-সহ একাধিক জঙ্গিগোষ্ঠীর তৎপরতা বাড়ার অভিযোগ উঠছে। ইতিমধ্যে যেটা বিশ্বের সামনে তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম।
এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে প্রায় ৪ মিনিটের একটি অদ্ভুত ভিডিয়ো। যেখানে ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষকে বলতে শোনা যাচ্ছে যে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন এবং তার বিনিময়ে বাংলাদেশের বর্তমান সরকার অর্থাৎ মহম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়িয়েছেন। ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই লিখেছেন, “সজীব ওয়াজেদ জয়ের টাকা পেয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়েছি: ময়ুখ রঞ্জন ঘোষ”।

Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালের ১৪ ডিসেম্বর, একই ভিডিয়ো Republic Bangla-র ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছিল। সাড়ে ১৭ মিনিটের ওই ভিডিয়োতে কোথাও ময়ূখ রঞ্জন ঘোষকে সজিব ওয়াজেদ জয়ের কাছ থেকে টাকা নেওয়ার বা বাংলাদেশ নিয়ে ভুয়ো খবর ছড়ানোর বিষয়ে কোনও কথা বলতে শোনা যায়নি। বরং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের করা একটি বিতর্কিত মন্তব্যের সমালোচনা করতে দেখা গিয়েছে। আসল ভিডিয়োর আর্কইভ লিঙ্কটি দেখাাবে এখানে।
ফলে এখান থেকে একপ্রকার প্রমাণিত হয়ে যাচ্ছে যে, ভাইরাল ভিডিয়োটি এডিটেড বা সম্পাদিত।
এই বিষয়ে আরও নিশ্চিত হতে News Checker-এর তরফে DAU বা Deepfakes Analysis Unit-এর সাহায্য নেওয়া হয়েছিল। Hiva AI, Hiya ও Deepfake-O-meter টুলগুলোর সাহায্যে বিশ্লেষণ করে তারা জানান যে, ভাইরাল ক্লিপের অডিয়োটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি।
ভিডিয়োর বিশ্লেষণ করে DAU দেখেছে যে, ময়ূখ রঞ্জন ঘোষের ঠোঁটের নড়াচড়ার সঙ্গে, যে বাক্যগুলো তাঁকে বলতে শোনা যাচ্ছে, তার কোনও মিল ছিল না।
রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষের সঙ্গেও News Checker যোগাযোগ করেছিল। তিনি আমাদের মিশ্চিত করে জানান যে, ভাইরাল ভিডিয়োতে যে কথাগুলো বলতে শোনা যাচ্ছে, তা তিনি কখনই বলেননি।
Conclusion
সুতরাং এখান থেকেই প্রমাণিত যে, রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষের নামে যে ভিডিয়োটি ছড়িয়েছে, সেটি এডিটেড বা সম্পাদিত।
Sources
Video by Republic Bangla, Dated December 14, 2024
Analysis by DAU or Deepfakes Analysis Unit
Telephonic conversation with Mayukh Ranjan Ghosh
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z