বুধবার, এপ্রিল 24, 2024
বুধবার, এপ্রিল 24, 2024

HomeFact Checkমমতার সরকার করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে ? বিভ্রান্তিকর...

মমতার সরকার করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে ? বিভ্রান্তিকর দাবি ছড়ালো ফেসবুকে

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

ফেসবুকে সম্প্রতি একটি পোস্টকার্ড ছড়িয়েছে যেখানে দাবি করা হয়েছে মমতার সরকার করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে। রাজ্যসরকারের এই পদক্ষেপ যথেষ্ট প্রশংসনীয়। পোস্টে বলা হয়েছে এই কোনো পরিবারের সদস্য যে করোনাতে মারা গেছে, সেই পরিবারের ক্ষতিপূরণের টাকা আদায় করতে স্থানীয় পৌরনিগম অফিস, পৌর এলাকার হলে স্থানীয় মহকুমা অফিস বা পঞ্চায়েত এলাকার পরিবার হলে বিডিও অফিসে যোগাযোগ করতে।

এই পোস্টে ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য একটি ওয়েবসাইটের ঠিকানা ও ফোন নম্বরও দেওয়া হয়েছে।

মমতার সরকার করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা image 1

Fact check / Verification

ফেসবুকে ভাইরাল দাবি মমতার সরকার করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে এই দাবিটির সত্যতা জানার জন্য আমরা অনুসন্ধান শুরু করি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে পরিবার পরিজন করোনাতে (Corona) তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এই নির্দেশটি আসলে কেন্দ্রীয় সরকারের। কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা রাজ্যসকারের একটি বিজ্ঞপ্তি পাই যেখানে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল থেকে কোভিড-১৯ এ হারানো সদস্যদের পরিবারকে ৫০,০০০টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

মমতার সরকার করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা image 2

মমতার সরকার করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে দাবিটি বিভ্রান্তিকর

রাজ্যসরকারের নির্দেশ ছাড়াও আমরা LiveMint এর রিপোর্ট ও সুপ্রিম কোর্টের নোটিশটি পাই। ১১ই সেপ্টেম্বরের নির্দেশিকা অনুসারে স্বরাষ্ট্রমন্ত্রকের উদ্যোগে ও ,জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলের (NDRF) তরফ থেকে প্রতিটি রাজ্য সরকার তাদের দুর্যোগ প্রতিক্রিয়া তহলিবের (SDRF) থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে দেবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পাঠানো দুর্যোগ মোকাবিলা তহবিলের থেকে কিছু অংশের টাকা এবার রাজ্যসরকার করোনায় মৃত পরিবারগুলোকে দেবে। এই উদ্যোগটি কেন্দ্রীয় সরকারের, রাজ্যসরকারের নয়।

মমতার সরকার করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা image 3

Conclusion

আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল দাবি মমতার সরকার করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে -আসলে বিভ্রান্তিকর। কেন্দ্রীয় সরকারের উদ্যোগকে মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগের নাম দেওয়া হয়েছে ।

Result – Misleading

Our sources

Live Mint – https://www.livemint.com/news/india/centre-orders-ex-gratia-of-rs-50-000-to-families-of-those-who-died-of-covid19-11632835639715.html

Supreme court notice

Department of Disaster Management and Civil Defence, Government of West Bengal



সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular