Authors
Claim
ইজরায়েলের উপর হামাস বাহিনীর আক্রমণের আবহে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দুই পা খোয়ানো এক ব্যক্তিকে দেখা যাচ্ছে যে হুইল চেয়ারে বসে গুলতির সাহায্যে নিশানা করে পাথর ছুড়ছে।
Fact
দুই পা খোয়ানো হুইল চেয়ারে বসা ব্যক্তির পুরোনো ছবি ইজরায়েল – প্যালেস্টাইন সংঘাতের আবহে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
ভাইরাল ছবিটিকে Yandex এর মাধ্যমে খোঁজার পর বেশকিছু লিংক পাই। Top War নামের একটি ওয়েবসাইটে ২০১৮ সালের ১৫ই মের একটি সেনা পর্যালোচনার রিপোর্টে আলোচনা করা হয়েছে গাজায় চলা অশান্তির মধ্যে প্যালেস্টাইন ও ইজরায়েল এই দুই দেশের মানুষ কি সত্যিই একে অপরকে হিংসা করে? – এই রিপোর্টে কমেন্ট বসে আমরা হুইল চেয়ারে বসা এই ব্যক্তির ছবিটি পাই। ২০১৮ সালের কমেন্টে তিনটি ছবি রয়েছে যার মধ্যে দুটিতে ব্যক্তিকে পাথর ছুড়ে আক্রমণ করতে দেখা যাচ্ছে, অন্য একটিতে ওনার মৃতদেহ আগলে বসে আছে দুটি যুবক।
টুইটারে @haberkudus নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ব্যক্তির ৪টি ছবি পাই পাথর আক্রমণের। ১৮ই মে ২০১৮ সালের এই টুইটে বলা হয়েছে ইজরায়েল প্যালেস্টাইনের সংঘাতে দুই পা হারানো ব্যক্তিও দুই দেশের সংঘাতে অংশগ্রহণ করেছিল।
আমরা যদিও এর বাইরে এমন আর কোনো তথ্য পাইনি যেখানে এই ব্যক্তির নাম, বয়স, তার পা হারানোর কারণ উল্লেখ করা হয়েছে। শুধু এইটুকু প্রমাণিত হয়েছে ছবিটি ২০১৮ সালের যা বর্তমানে ইজরায়েল – প্যালেস্টাইন অশান্তির আবহে ব্যাপকহারে ছড়িয়েছে।
Result : Missing Context
Sources
TopWar website
Twitter Post
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।