Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, নরেন্দ্র মোদীর সাম্প্রতিক মণিপুর সফরের সময় সেখানকার মানুষ মোদীর বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং “ভোট চোর, গদ্দি ছোড়” স্লোগান দেন।
ভিডিয়োটির সঙ্গে মণিপুর সফরের কোনও সম্পর্ক নেই। আসলে এটি কলকাতার ওয়াকফ-বিরোধী বিক্ষোভের সময় ধারণ করা হয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় বিশাল জনতার একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করা হয়েছে যে, নরেন্দ্র মোদীর সাম্প্রতিক মণিপুর সফরকালে, সেখানকার মানুষ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং “ভোট চোর গাদ্দি ছোড়” স্লোগান দেন।
ফেসবুকে ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, “মনিপুরে ভোট চোর, গোদি চোর স্লোগান।। মোদীর বিরুদ্ধে ভয়ঙ্কর বিরোধী।। জনগন জাগছে.. জাগছে জনগন..।”

ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চে দেখা যায় যে, ১৪ এপ্রিল ২০২৫ তারিখ- তৃষা রায় নামে একজন ইনস্টাগ্রাম ব্যাবহারকারীর অ্যাকাউন্টে একই ভিডিয়ো আপলোড করা হয়। তিনি ওই পোস্টের সঙ্গে লেখেন যে, ভিডিয়োটি ওয়াকফ বিরোধী মিছিলের এবং সেটি কলকাতার শিয়ালদহ এলাকায় অবস্থিত এনআরএস হাসপাতালের সামনের দৃশ্য। তবে, সেই ভিডিয়োতে কোনও স্লোগান নেই।

১৬ এপ্রিল, তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একই দৃশ্য-সহ আরও একটি ভিডিয়ো আপলোড করেন এবং সেই ভিডিয়োটাও কলকাতার বলেই দাবি করেন।

Google Street View-এর সাহায্যে কলকাতার শিয়ালদহ এলাকায় একই স্থান খুঁজে পাওয়া যায়।

কিওয়ার্ড সার্চে দেখা যায় যে, ১৪ এপ্রিল, ২০২৫ তারিখ- টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একাধিক ছবির সঙ্গে ভাইরাল ভিডিয়োর স্থানের মিল পাওয়া যায়। সেই ছবির সঙ্গে থাকা ক্যাপশনে বলা হয়- দৃশ্যটি ১৪ এপ্রিল ২০২৫ তারিখ, ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আয়োজিত বিক্ষোভের সময় ছবিগুলো তোলা হয়েছিল। বিক্ষোভটি শিয়ালদহ স্টেশন থেকে শুরু হয়ে রামলীলা ময়দান পর্যন্ত গিয়েছিল।

এছাড়া, ১৪ এপ্রিল, সংবাদ সংস্থা ANI-ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পরিচালিত বিক্ষোভের খবর প্রকাশ করেছিল।
তদন্তের সময় Newschecker-এর তরফে তৃষা রায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আমাদের জানান যে, ১৪ এপ্রিল, কলকাতার এনআরএস হাসপাতালের কাছে তিনি ভিডিয়োটি তুলেছিলেন।
সব তথ্য-প্রমাণ থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি মণিপুরে মোদী-বিরোধী মিছিলের নয়। ভিডিয়োটি কলকাতার।
FAQ
প্রশ্ন ১: ভাইরাল ভিডিওটি কি মণিপুরে মোদী-বিরোধী মিছিলের?
না, ভিডিওটি কলকাতায় ওয়াকফ সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের সময় ধারণ করা।
প্রশ্ন ২: ভিডিওটি প্রথম কোথায় পাওয়া যায়?
১৪ এপ্রিল ২০২৫-এ তৃষা রায় নামের একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর প্রোফাইলে ভিডিওটি প্রথম প্রকাশিত হয়েছিল।
প্রশ্ন ৩: ভিডিওর আসল ঘটনা কী?
ভিডিওতে দেখা দৃশ্য কলকাতার শিয়ালদহ এলাকায় ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ বিরোধী বিক্ষোভের।
প্রশ্ন ৪: কোনও সংবাদমাধ্যমে এই বিক্ষোভের খবর প্রকাশিত হয়েছিল কি?
হ্যাঁ, টাইমস অফ ইন্ডিয়া এবং ANI-সহ একাধিক সংবাদমাধ্যমে ১৪ এপ্রিল ২০২৫-এর ওই বিক্ষোভের খবর প্রকাশিত হয়েছিল।
প্রশ্ন ৫: মণিপুরের সঙ্গে ভিডিওটির কোনও সম্পর্ক আছে কি?
না, ভিডিওটির সঙ্গে মণিপুরের কোনও সম্পর্ক নেই। দাবি সম্পূর্ণ ভুয়ো।
Sources
Video uploaded by IG account trisharooy on 14th April 2025
Image uploaded by Times Content on 14th April 2025
Visuals available on Google Street View
Video uploaded by ANI on 14th April 2025
Kushel Madhusoodan
September 2, 2025
Tanujit Das
October 15, 2025
Tanujit Das
September 6, 2025