রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkবিশ্বকাপের শেষ তিনটি ম্যাচ আগের খেলার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন...

বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচ আগের খেলার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন মেসি? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো বিভ্রান্তিকর দাবি

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

ফেসবুকে সম্প্রতি আর্জেন্টিনার ক্যাপ্টেন লিও মেসির সাংবাদিক সম্মেলনের একটি ছবি ভাইরাল হয়েছে যার সাথে বলা হচ্ছে বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচ আগের খেলার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন মেসি। লিওর ছবিটি শেয়ার করে সাথে লেখা হয়েছে – ‘আর মাত্র ৩ টি ম্যাচ, এই তিনটি ম্যাচের মূল্য আমার কাছে অতীতের সব ম্যাচের চেয়েও বেশি। দেশের হয়ে এই ৩ ম্যাচ জিতে আমার ক্যারিয়ারকে সমৃদ্ধ করে রাখতে চাই। – লিও মেসি, আর্জেন্টিনা’ 

বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচ আগের খেলার থেকেও বেশি গুরুত্বপূর্ণ  image 1
Courtesy: Facebook/Rofiq Adnan
বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচ আগের খেলার থেকেও বেশি গুরুত্বপূর্ণ  image 2
Courtesy: Facebook/Abdul Ahad

২২শে নভেম্বরে সৌদি আরবের সাথে এই মরসুমের বিশ্বকাপ খেলতে নামে আর্জেন্টিনা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সৌদি সেই ম্যাচটি জিতে যায়। যদিও এরপর  আর্জেটিনাকেও আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম ম্যাচে হার হলেও পোল্যান্ড, মেক্সিকো ও শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে ২-০ গোলে জিতে কোয়াটার ফাইনালে পৌঁছে গিয়েছে।

Fact check/ Verification

বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচ আগের খেলার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন মেসি এই দাবি সমেত যে ছবিটি ভাইরাল হয়েছে তা নিয়ে আমরা অনুসন্ধান শুরু করি। Yandex রিভার্স ইমেজ করার পর The Nation Thiland এর একটি লিংক পাই ২২শে নভেম্বরের। 

বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচ আগের খেলার থেকেও বেশি গুরুত্বপূর্ণ  image 3
Screenshot taken from The Nation Thailand

এই রিপোর্টে আমার যে ছবিটি পাই তার সাথে ভাইরাল ছবির কিছু সাদৃশ্য পাই- যেমন মেসির পরনের সাদা জ্যাকেট, পেছনের ব্যাকড্রপ। এই রিপোর্টে বলা হয়েছে মেসি জানিয়েছেন – আমি শারীরিক দিক থেকে ভালো অনুভব করছি, মনে হচ্ছে আমি একটা মানসিক ও শারীরিক দিক থেকে বেশ ভালো সময়ের মধ্যে আছি।’ 

এই রিপোর্টটি ছাড়াও আমরা গুগলে কীওয়ার্ড দিয়ে খোঁজার পর Reuters এরও ২২শে নভেম্বরের রিপোর্ট পাই। এখানে আমরা ভাইরাল ছবিটি খুঁজে পাই। 

বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচ আগের খেলার থেকেও বেশি গুরুত্বপূর্ণ  image 4
Screenshot taken from Returrs

সৌদির সাথে বিশ্বকাপের প্রথম ম্যাচের পর এই সাংবাদিক সম্মেলন ছিল মেসির। এখানে দলের ব্যর্থতা নিয়ে কিছু না বললেও তিনি জানিয়েছে ‘ অনেকেই বলছেন তিনি নাকি আলাদা করে ট্রেনিং নিচ্ছেন। কিন্তু এই খবরটি সত্যি নয়। তিনি ওনার অন্যান্য খেলার সময় যেমন ট্রেনিং নেয় তেমনিই এই বারেও নিচ্ছেন। তিনি আরো জানিয়েছেন ‘ আমি নিজের যত্ন নিয়েছি এবং কাজ করেছি যেভাবে আমি আমার সমস্ত ক্যারিয়ার করেছি, জেনেছি যে এটি একটি বিশেষ মুহূর্ত, কারণ এটি সম্ভবত আমার শেষ বিশ্বকাপ, আমার এই দুর্দান্ত স্বপ্নটি অর্জনের শেষ সুযোগ, যা আমাদের সবার আছে’.

আমরা অনুসন্ধান করে Indian ExpressYahoo Sports এর ৪ঠা ডিসেম্বরের রিপোর্ট পাই। এখানে মেসি সাংবাদিকদের জানিয়েছেন মেক্সিকোর বিরুদ্ধে জয় বেশ কষ্টকর ছিল এবং আমরা জানতাম ও যে এই ম্যাচটি কঠিন হবে। মারা কিছু আগে খেলেছি, তাই বেশি বিশ্রাম করার সুযোগ পাইনি, এবং জানতাম যে এই খেলায় আমাদের অনেক শারীরিক পরিশ্রম হবে। কিন্তু এখানেও আমরা এমন কোনো মন্তব্য পাইনি মেসির যা ফেসবুকে ভাইরাল হয়েছে।

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচ আগের খেলার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন মেসি এই দাবিটি সঠিক নয়। 

Result: False 

Our Sources

The Nation Thiland’s report of 22nd Nov 2022
Reuters report published on 22nd Nov 2022
The Indian Express
Yahoo Sports report of 4th Dec 2022


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular