একটি মারধর, অত্যাচারের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, মধ্যপ্রদেশে একজন কৃষকের জমির ফসল বুলডোজার দিয়ে নষ্ট করে দেয় সেই রাজ্যের বিজেপি সরকারের পুলিশ। ফসল নষ্ট হওয়ার কষ্টে আত্মহত্যা করে কৃষক দম্পতি। বাবা-মায়ের মৃতদেহের সামনে বসে তাঁদের সন্তান দের আর্তনাদ করতে দেখা যায়।

Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২০ সালের ১৫ জুলাই, একই ভিডিয়ো-সহ একটি প্রতিবেদন The Tribune– এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, মধ্যপ্রদেশের গুনা জেলার জগনপুর এলাকায়, কয়েক বিঘা সরকারি জমি দখল করার অভিযোগ উঠেছিল এক জমি মাফিয়ার বিরুদ্ধে। পুলিশ ও সরকারি কর্মীরা সেই জমি দখল মুক্ত করতে গিয়েছিল। কিন্তু ওই জমি মাফিয়া একটি গৃহহীন পরিবারকে সামনে এগিয়ে দিয়েছিল এবং পুলিশের উচ্ছেদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। পুলিশ বলপ্রয়োগ করায় ওই পরিবারটি কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। গুনার তৎকালীন জেলা শাসক এস বিশ্বনাথ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে, কীটনাশক খাওয়ার পর পরিবারের কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাঁরা প্রাণে বেঁচে গিয়েছিলেন।
একই তথ্য-সহ খবরটি ওই সময় প্রকাশ করেছিল The Indian Express, MIRROR NOW-সহ অন্যান্য সংবাদমাধ্যম।
গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনা শুরু হয়েছিল। কীটনাশক খাওয়া ব্যক্তির মা সংবাদমাধ্যমের সামনে পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিয়োগ করেছিলেন। তাঁর ছেলে কীটনাশক খাওয়ার পরেও পুলিশ, তৎপর হয়নি বলেও অভিযোগ করেছিলেন।
তৎপর হয়ে উঠেছিলেন সরকারের শীর্ষ কর্তারা। গুনার পুলিশ সুপার ও জেলা শাসকের বদলির নির্দেশ দিয়েছিলেন মধ্যপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
Conclusion
অতএব, এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল দাবিতে পুরোপুরি সত্য ঘটনা তুলে ধরা হয়নি। ২০২০ সালে মধ্যপ্রদেশের গুনায়, পুলিশ দখল করে রাখা সরকারি জমি খালি করতে গেলে, কীটনাশক খায় একটি কৃষক পরিবার। ঘটনায় কারও মৃত্যু হয়নি।
Source
Video by The Tribune, Dated July 15, 2020
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z