Fact Check
Fact Check: দিলীপ ঘোষের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা? না, ভাইরাল দাবিটি বিভ্রান্তিকর
Claim
বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Fact
৩০ এপ্রিল অর্থা অক্ষয় তৃতীয়ার দিন, পুরীর-ন্যায় দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আমন্ত্রণ পেলেও রাজ্য বিজেপির অন্য শীর্ষ নেতারা যখন সেই অনুষ্ঠানে যাননি, তখন সকলকে চমকে দিয়ে সস্ত্রীক জগন্নাথ মন্দির দর্শনে চলে গিয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (BJP Dilip Ghosh)।
৩০ এপ্রিল News18 Bangla ইউটিউব চ্যানেলে প্রকাশিত খবর থেকে জানা যায় যে, উদ্বোধনের দিন বিকেলে সস্ত্রীক দিঘার জগন্নাথ ধামে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ (BJP Dilip Ghosh)। তাঁকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে তাঁকে সাক্ষাৎ করতে দেখা যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত আলাপচারিতায় মাতেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।
Zee 24 Ghanta, TV9 Bangla-র মতো একাধিক সংবাদমাধ্যমে একই তথ্য-সহ খবরটি ওই দিন প্রকাশিত হয়েছিল।
সুতরাং এখান থেকে বোঝাই যাচ্ছে যে, দিলীপ ঘোষের (BJP Dilip Ghosh) বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), দাবিটি সঠিক নয়।
Result: Misleading
Sources
Video by News18 Bangla, April 30, 2025