Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
হুমায়ুন কবির রাজনীতি ছাড়ার ঘোষণা করলেন।
ভাইরাল ভিডিয়োর সঙ্গে থাকা দাবিটি ভুয়ো। হুমায়ুন কবির রাজনীতি ছাড়ার কোনও ঘোষণা করননি।
২০২৬ সালের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে, বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। এরপর, হুমায়ুন কবির ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নিজের রাজনৈতিক দলের ঘোষণা করেছেন এবং আসন্ন নির্বাচনে ‘কিং মেকার’ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এই নিয়ে যখন তপ্ত রাজ্য রাজনীতি, তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের একটি ভিডিয়ো। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “কথা দিচ্ছি বাংলার মানুষের কাছে, আমি আগামী দিনে কোনও সিটে লড়াই করব না। আমার যে জেইউপি পার্টি, অন্য কাউকে সেই পার্টির চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে, আমিও শুধু মসজিদ নিয়ে…সৌদি আরবে যাবো…পবিত্র হজ করে এসে আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষের হয়ে কাজ করব। পৃথিবীতে যে কটা দিন আল্লা আমাকে বাঁচিয়ে রাখবেন।” ভিডিয়োটি ফেসবুকে পোষ্ট করে অনেকে দাবি করেছেন যে, হুমায়ুন কবির রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা করেছেন।

Evidence
ইন্টারনেটে হুমায়ুন কবিরের রাজনীতি ছাড়া সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করে আমরা নির্ভরযোগ্য কোনও সংবাদ প্রতিবেদন বা তথ্য পাইনি।
এরপর ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২৮ ডিসেম্বর, ২০২৫ তারিখ, হুমায়ুন কবিরের অফিসিয়াল ফেসবুক পেজে একই ধরনের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। যার ক্যাপশন রয়েছে, “গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সম্পর্কে মন্তব্য করেছেন মসজিদ করতে হলে রাজনীতি ছেড়ে করুন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বলতে চাই সাহস থাকলে আপনার পিসি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কে আগে রাজনীতি ছাড়তে বলুন। কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রীর আসনে বসে জনগণের ট্যাক্সের টাকায় একের পর এক মন্দির তৈরি করছেন । তিনি জনসাধারণের ট্যাক্সের টাকায় মন্দির নির্মাণ করলে অপরাধ নয় আর আমি মুসলিম সমাজের মানুষের দানের টাকায় মসজিদ নির্মাণ করলে অপরাধ? এখান থেকে প্রমাণিত আপনারা কতটা মুসলিম বিরোধী,আগামী দিনে বাংলার সমস্ত মুসলিম আপনাদের যোগ্য জবাব দিয়ে দেবে।”

ওই ভিডিয়োতে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেন হুমায়ুন কবির। ভিডিয়োর শেষের দিকে তাঁকে বলতে শোনা যায়, “আপনি আগে আমার বক্তব্যটা কার্যকর করুন। আপনার পিসিকে রাজনীতি থেকে অবসন নেওয়া করান। আগামী ২০২৬ সালের নির্বাচনে কনটেস্ট থেকে বিরত রাখেন এবং দিঘায় জগন্নাথ দামে পাঠিয়ে দেন। আমি বাংলার মানুষের কাছে কথা দিচ্ছি, তাহলে আমি কথা দিচ্ছি বাংলার মানুষের কাছে, আমি আগামী দিনে কোনও সিটে লড়াই করব না। আমার যে জেইউপি পার্টি, অন্য কাউকে সেই পার্টির চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে, আমিও শুধু মসজিদ নিয়ে…সৌদি আরবে যাবো…পবিত্র হজ করে এসে আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষের হয়ে কাজ করব। পৃথিবীতে যে কটা দিন আল্লা আমাকে বাঁচিয়ে রাখবেন। আপনাকে আমি এই পরামর্শটা দিলাম। আপনার অনেক দিনের বাসনা যে, পিসির পর আপনি বাংলার মুখ্যমন্ত্রী হবেন। তাই পিসিকে ভালোয় ভালোয় জগন্নাথ ধামে পাঠিয়ে দেন। যেদিন আপনি ঘোষণা করবেন যে, তণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে ইস্তাফা দিলাম। বাংলার মুখ্যমন্ত্রীর পদে বসব না. তাই ভোটে লড়ব না। আমি তার ২৪ ঘণ্টার মধ্যে আমার জেইউপি-র চেয়ারম্যাপ পদ থেকে সরে আসব।”
TV9 Bangla, Aaj Tak Bangla-র মতো প্রথম সারির বাংলা সংবাদমাধ্যমেও হুমায়ুন কবিরের বক্তব্যটি সম্প্রচারিত হয়েছে। সবক্ষেত্রেই বলা হয়েছে যে, অভিযেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। কোথাও হুমায়ুন কবিরের রাজনীতি ছাড়ার কথা বলা হয়নি।
Verdict
এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োর সঙ্গে থাকা দাবিটি ভুয়ো। হুমায়ুন কবির রাজনীতি ছাড়ার কোনও ঘোষণা করননি।
Sources
Facebook Video posted by Humayun Kabir, MLA
Tanujit Das
December 13, 2025
Tanujit Das
December 11, 2025
Tanujit Das
December 8, 2025