Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ছবিটি, ২০২৫ সালের ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চিনের তিয়ানজিন প্রদেশে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের সময় তোলা।
তথ্য যাচাই করে দেখা গেছে, ছবিটি সাম্প্রতিক SCO সম্মেলনের নয়। এটি ২০১৮ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত জি২০ সম্মেলনের সময় তোলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi), রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin) ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Chinese President Xi Jinping)-এর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, গত ৩১ অগাস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত, চিনের তিয়ানজিন প্রদেশে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (Shanghai Cooperation Organisation-SCO) ছবি সেটি।

ভাইরাল ছবিটি ২০১৮ সালের ৩০ নভেম্বর, CGTN ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ার্সে জি২০ সম্মেলনের ফাঁকে ত্রি-পাক্ষিক বৈঠকে অংশ নিয়েছিলেন মোদী, পুতিন ও জিনপিং।

২০১৮ সালের ১ ডিসেম্বর. ভারতের প্রধানমন্ত্রীর দফতরের (PMO India) এক্স হ্যান্ডেল থেকেও একই ছবি শেয়ার করা হয়েছিল। এটি নিশ্চিত করে ছবিটি জি২০ সম্মেলনের সময়কার।

মোদী-পুতিন-জিনপিংয়ের ভাইরাল ছবিটি, সাম্প্রতিক সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের নয়। ছবিটি আসলে ২০১৮ সালে আর্জেন্টিনার বুয়েন্স এয়ার্সে অনুষ্ঠিত, জি২০ সম্মেলনের সময়কার। দাবিটি বিভ্রান্তিকর।
FAQ
প্রশ্ন ১: ভাইরাল ছবিটি কি ২০২৪ সালের SCO সম্মেলনের?
না। ছবিটি SCO সম্মেলনের নয়, এটি ২০১৮ সালের জি২০ সম্মেলনের।
প্রশ্ন ২: ছবিটি প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল?
ছবিটি ২০১৮ সালের নভেম্বরে CGTN ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে পাওয়া যায়।
প্রশ্ন ৩: ভারতের প্রধানমন্ত্রী কার্যালয় কি ছবিটি শেয়ার করেছিল?
হ্যাঁ। ২০১৮ সালের ১ ডিসেম্বর PMO India-র অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ছবিটি শেয়ার করা হয়েছিল।
প্রশ্ন ৪: ছবিটি কোন বৈঠকের সময় তোলা হয়েছিল?
আর্জেন্টিনার বুয়েন্স এয়ার্সে অনুষ্ঠিত জি২০ সম্মেলনের ফাঁকে ত্রি-পাক্ষিক বৈঠকের সময়।
Sources
CGTN report , November 30, 2018
PMO India X Post, December 1, 2018
Tanujit Das
November 30, 2025
Tanujit Das
November 30, 2025
Kushel Madhusoodan
September 2, 2025