Fact Check
Fact Check: ইউনুসের প্রশংসায় পঞ্চমুখ! হাসিনাকে ফেরানোর বড় ঘোষণা মোদির? আসল সত্য়িটা জানুন

Claim: এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্পষ্ট বাংলা ভাষায় প্রধানমন্ত্রীকে ঘোষণা করতে শোনা যাচ্ছে যে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বর্তমান নয়াদিল্লিতে আত্মগোপন করে রয়েছেন বলে সূত্রের খবর, তাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দেওয়া হবে। তাঁকে নির্বাসিত করবে ভারত সরকার।
Fact: ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত বা এডিটেজ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠস্বরটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি।
জাতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি সাক্ষাৎকার, বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। যেখানে স্পষ্ট বাংলা ভাষায় প্রধানমন্ত্রীকে ঘোষণা করতে শোনা যাচ্ছে যে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বর্তমান নয়াদিল্লিতে আত্মগোপন করে রয়েছেন বলে সূত্রের খবর, তাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দেওয়া হবে। তাঁকে নির্বাসিত করবে ভারত সরকার। এছাড়া, শেখ হাসিনাকে ‘স্বৈরাচারী মহিলা’ বলতে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের প্রশংসা করতে শোনা যাচ্ছে মোদিকে।
ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই লিখেছেন, “শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দিতে চান মোদী, ড. ইউনুসকে ভারতে আমন্ত্রণ।”

Fact Check/ Verification
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের মানুষ। কখনও দুর্গাপুজোর শুভেচ্ছা বার্তা বা নির্বাচনী প্রচারে, তিনি অল্প বাংলা বললেও, একটা গোটা ভাষণ বা সাক্ষাৎকার বাংলায় কখনও করেননি বা দেননি। ফলে ভাইরাল ভিডিয়োতে স্পষ্ট বাংলা ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কথা বলতে শুনলে, সন্দেহ হয়।
যেহেতু ভাইরাল ভিডিয়োটিতে এনডিটিভি-র লোগো দেখা যাচ্ছে, তাই ইউটিউবে সেই মতো কিওয়ার্ড সার্চ করলে দেখা যায় যে, শেষ লোকসভা নির্বাচনের সময়, প্রধানমন্ত্রী সাক্ষাৎকারটি সংবাদমাধ্যমটিকে দিয়েছিলেন। যা ২০২৪ সালের ১৯ মে বিজেপির অফিসিয়াল ইউটিউব চ্য়ানেলে পোস্টও করা হয়েছিল। ১ ঘণ্টারও বেশি ওই ভিডিয়োটিতে কোথাও নরেন্দ্র মোদিকে শেখ হাসিনা বা মহম্মদ ইউনুসকে নিয়ে কোনও কথা বলতে শোনা যায়নি। বরং বিজেপি ও কেন্দ্রীয় সরকারের কাজকর্মের বিষয়ে তিনি কথা বলেছিলেন। এখান থেকেই অনেকটা স্পষ্ট হয়ে যায় যে, ভাইরাল ভিডিয়োটি এডিটেড বা সম্পাদিত।
এরপর আরও নিশ্চিত হওয়ার জন্য, detect.resemble.ai ও hivemoderation.com টুল দুটির সাহায্যে প্রধানমন্ত্রীর কণ্ঠস্বরের পরীক্ষা করা হয়। দুটো পরীক্ষার উত্তরে জানা যায় যে, অডিয়োটি ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা সেটি তৈরি করা হয়েছে।


Conclusion
অতএব ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত বা এডিটেজ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠস্বরটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি।
Result: Altered Image
Sources
Video by BJP, May 19, 2024
detect.resemble.ai and hivemoderation.com
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।