Thursday, March 13, 2025
বাংলা

Fact Check

নেদারল্যান্ডসকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করার পর গেরুয়া পোশাক পরে চলছে উদযাপন?

Written By Paromita Das
Jun 30, 2021
banner_image

ফেসবুকে বর্তমানে নেদারল্যান্ডসকে নিয়ে দাবি করা হয়েছে নেদারল্যান্ডসকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করা হয়েছে এবং তার পর থেকে সেখানে চলছে গেরুয়া উদযাপন। বলা হচ্ছে বাংলা গেরুয়াকে পরিত্যাগ করেছে, কিন্তু গেরুয়া হার মানেনি, নেদারল্যান্ডস গেরুয়া ধ্বজা তুলে এগিয়ে আসছে। ঋগ্বেদে এই নেদারল্যান্ডসকেই নৈঋতভূমি হিসাবে বর্ণনা করা হয়েছে।

নেদারল্যান্ডসকে হিন্দুরাষ্ট্র ঘোষণা image 1
https://www.facebook.com/itsmegoni/videos/337924641141931

এই দাবির সাথে একটি ভিডিও শেয়ার হয়েছে যেখানে বলা হচ্ছে নেদারল্যান্ডসে হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠা করে তার নাম পরিবর্তন করে হিন্দুরল্যান্ড রাখা হয়েছে এবং এটি রেখেছেন যোগী আদিত্যনাথ। ভারতেই শুধু নয়, বিদেশেও এখন মোদীর ম্যাজিক ছড়িয়ে পড়েছে।

নেদারল্যান্ডসকে হিন্দুরাষ্ট্র ঘোষণা image 2
https://www.facebook.com/hindutwabengal/photos/a.111255664021831/282502630230466/

Fact-check / Verification

ইউরো কাপ ২০২০ শুরু হয়েছে ইউরোপের ফুটবল খেলায় অংশগ্রহণকারীদেশ গুলোকে নিয়ে। ইউরোপের উত্তরপশ্চিমের দেশ নেদারল্যান্ডস এখনো পর্যন্ত ৩টে ম্যাচ খেলেছে এবং তিনটিতেই জিতেছে। ইউরোকাপ ২০২০ এর খেলার তালিকায় গ্রুপ- C তে রয়েছে নেদারল্যান্ডস এবং ৯ পয়েন্টে এগিয়ে রয়েছে।

ফেসবুকে ভাইরাল দাবি নেদারল্যান্ডসকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করার পর সেখানে চলছে আনন্দ-উল্লাস। এই দাবি সমেত যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকেই গেরুয়া রঙের পোশাক পরে হাতে নেদারল্যান্ডসের পতাকা নিয়ে আনন্দে লাফাচ্ছে। এই ভিডিওটির সাথে যে দাবি করা হয়েছে তা সত্যি কিনা জানার জন্য আমরা ভিডিওটিকে কিছু ফ্রেমে ভেঙে নিয়ে আমাদের অনুসন্ধান চালাই।

নেদারল্যান্ডসকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করার পর সেখানে চলছে গেরুয়া রঙের পোশাক পরে সবাই আনন্দে মেতে উঠেছে এই দাবিটি মিথ্যে

নেদারল্যান্ডসকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করা হয়েছে এই দাবিতে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। InVid টুলের দ্বারা ভিডিওটিকে কিছু ফ্রেমে ভাগ করে নিয়ে খোঁজার সময় আমার @DutchOrangebus নামের একটি টুইটার পেজের সন্ধান পাই। সেখানে এই ভিডিওটি রয়েছে এবং লেখা আছে বুদাপেস্ট আমাদের।

এই পোস্টের লিংক ধরে আমরা কীওয়ার্ড দিয়ে খোঁজার পর বার্লিনের সংবাদ সংস্থা @Ruptly ফেসবুক পেজের একটি লিংক পাই। ভিডিওটির সাথে বলা হয়েছে রবিবাবুদাপেস্টে ২৭শে জুন নেদারল্যান্ডস ও চেক-রিপাবলিকের খেলা দেখার জন্য ডাচ ফ্যানরা বুদাপেস্টেবুদাপেস্টে দিকে মার্চ করতে করতে এগিয়ে যাচ্ছে।

নেদারল্যান্ডসকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করার হয়েছে এই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে সেই ছবিটি রিভার্স ইমেজ করার পর KICKOFF নামের একটি ওয়েবসাইটে পাই ছবিটি। ছবিটি দিয়ে এখানে বলা হয়েছে নেদারল্যান্ডস ইউরো কাপ ২০২০ তে খেলার জন্য দল নির্বাচন করেছে। KICKOFF ওয়েবসাইটে এই ছবিটি ২৭শে মে দেওয়া হয়েছে।

নেদারল্যান্ডসকে হিন্দুরাষ্ট্র ঘোষণা image 3

অর্থাৎ দেখা যাচ্ছে ফেসবুকে ভাইরাল দাবি নেদারল্যান্ডসকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করা হয়েছে এবং ওখানে সবাই গেরুয়া পোশাক পরে আনন্দে মেতে উঠেছে , এই দাবিটি সম্পূর্ণ মিথ্যে এবং এর সাথে যে ছবি ও ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি অপ্রাসঙ্গিক।

Conclusion

নেদারল্যান্ডসকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করার পর ওখানকার মানুষ গেরুয়া রঙের পোশাক পরে আনন্দ-উল্লাস করছে এই ধরণের দাবি ফেসবুকে ভাইরাল হয়েছে। আমাদের অনুসন্ধানে প্রমাণিত যে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যে। ইউরো কাপ ২০২০ তে নেদারল্যান্ডস ও চেক-রিপাবলিকের সাথে খেলার দিনে নেদারল্যান্ডসের ফুটবল প্রেমীদের উল্লাসের ভিডিও ও ইউরো কাপে টিম নির্বাচনের ছবিটি অপ্রাসঙ্গিক দাবি সমেত ছড়িয়েছে।

Result- False claim

Our sources

De Oranjebus – https://twitter.com/DutchOrangebus/status/1409170578154700802

Ruptly- https://www.facebook.com/Ruptly/videos/882963135906059

KICKOFF- https://www.kickoff.com/news/articles/world-news/categories/news/euro-2016/netherlands-announce-26-man-squad-for-2020-uefa-european-championship/699839

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,430

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

আমাদের ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে

আমরা কুকি এবং অনুরূপ প্রযুক্তিগুলি ব্যবহার করে বিষয়বস্তুকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত করতে, বিজ্ঞাপন আকার করতে এবং মাপতে এবং একটি ভাল অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করতেই। 'ঠিক আছে' ক্লিক করে বা কুকি পছন্দগুলি তৈরি করতে একটি অপশন সক্রিয় করে, আপনি এটি স্বীকার করেন, আমাদের কুকি নীতিতে বর্ণিত ভাবে।