Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ভারত-চীনের সীমান্ত সমস্যা যেন থামতেই চাইছে না। নিত্যনতুন সমস্যা তৈরী হচ্ছে গালওয়ান লাদাখ সীমান্তে। সম্প্রতি এই উত্তেজনা নিয়ে একটি পোস্ট আমরা পাই যেখানে বলা হয়েছে চীনের অভ্যন্তরে ঢুকে ৫ কিলোমিটার স্থান দখল করেছে ভারত, এর মধ্যে নাকি চীনের কিছু বিশেষ সেনা ঘাঁটিও রয়েছে। গত ৭৩ বছরে যা করার কারোর সাহস হয়নি, মোদীজি সেটা করে দেখালেন। ভারত মাতা কি জয় ও হিন্দুরাষ্ট্র সমর্থন নামের দুই পেজ থেকে এই পোস্টটি সব থেকে মাত্রায় ভাইরাল হয়েছে। পোস্টার সাথে যে ক্যাপশনটি দেওয়া হয়েছে তা হলো –
গত শনিবার রাতে প্রায় ৫০০ চীনা সৈনিক প্যংগং হ্রদের দক্ষিণ তীরে চুশুল এলাকা হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। ভারতীয় সেনা শুধু চীন কে বাধাই দেয় নি বরং ৫ কিমি চীনের এলাকা দখল করে নিয়েছে, যার মধ্যে চীনের একটি গুরুত্বপূর্ণ মিলিটারি বেসও ছিল। চীন অভিযোগ করেছে ভারত তাদের জায়গা ফিরিয়ে দিক কিন্ত ভারতের দাবি চীন ও তাদের দখল করা জায়গা ফিরিয়ে দিক তবেই ভারত ও ফিরিয়ে দেবে।
সত্যিই গত ৭৩ বছরে ভারত এমন সাহস কোনও দিন দেখায় নি।
এখানে ও এখানে পোস্টগুলোর আর্কাইভ দেখা যেতে পারে।
ভারত চীনের সীমান্তে ঢুকে সামরিক ঘাঁটি সমেত ৫কিমি স্থান দখল করেনি, ভাইরাল এই পোস্টের দাবিটি ভুল ও বিভ্রান্তিকর। এই পোস্টের থেকে আমরা কিছু কীওয়ার্ড নিয়ে গুগলে খোঁজ করা শুরু করি। আনন্দবাজার পত্রিকা ও BBC বাংলার রিপোর্ট আমাদের সামনে আসে যেখানে উত্তর ও দক্ষিণ সীমান্তে গত শনিবার থেকে দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার কথা বলা হয়েছে এবং এই দুই স্থানে সেনা সজ্জাতেও রদবদল করা হয়েছে। BBC বাংলার রিপোর্ট অনুযায়ী লাদাখ অঞ্চলে চীন ফের ‘উস্কানিমূলক সামরিক তৎপরতা’ শুরু করেছে। ভারতীয় সীমান্তরেখা কে লঙ্ঘন করে সেনা মোতায়েন শুরু করেছে চীন। যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখোপাত্র ঝা লিজিয়ান বলেছেন সীমা লঙ্ঘন করার দাবি সম্পূর্ণ ভুল, চীন সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।
The Hindu এবং The Economics Times এর রিপোর্ট অনুসারে ২৯ ও ৩০শে অগাস্ট কালা টপ নামক জায়গার চৈনিক সেনা দখল কার্য সম্পূর্ণ ভেস্তে দিয়ে ভারতীয় সেনা এবং এতে প্রাণ গেছে নিয়াম তেনজিং নামের বিকাশ রেজিমেন্টের এক সেনার । যদিও লাদাখের ৯০০ বর্গকিলোমিটার এলাকা চীনের দখলে চলে গিয়েছে বলে ভারতীয় সূত্র জানিয়েছে। চীনের এই ধরণের অনৈতিক সেনা সম্প্রসারণের উত্তর ভারতীয় সেনার তরফ যোগ্য উত্তর দেওয়া হয়েছে। জানা গেছে চুসুল সীমান্তে চীনের সেনা ঘাঁটির সামনে মোতায়েন হয়েছে ভারতীয় সেনার ৯০টি ট্যাঙ্কার।
অর্থাৎ কোনো জায়গাতেই এই কথা বা দাবি করা নেই যে ভারত চীনের গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি সমেত ৫ কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে।
সোশ্যাল মিডিয়াতে ভারত-চীনের সীমান্ত যুদ্ধ নিয়ে যে দাবি করা হয়েছে ভারত গত শনিবার রাতে চুসুল সীমান্তে ৫০০ চীন সেনাকে প্রতিরোধ করে চীনের সেনাঘাঁটি সমেত ৫ কিলোমিটার জায়গা দখল করেছে, তা সম্পূর্ন ভুল ও বিভ্রান্তিকর। লাদাখের ৯০০কিলোমিটার স্থান চীনের দখলে চলে এসেছে এবং ভারত এই সমস্যার সমাধান স্বরূপ সেনা মোতায়েনও শুরু করে দিয়েছে।
The Economics Times news – https://economictimes.indiatimes.com/news/defence/india-bolsters-presence-in-pangong-lake-amid-border-tension-with-china-military-talks-inconclusive/articleshow/77895037.cms
The Hindu news– https://www.thehindu.com/news/national/china-controls-1000-sq-km-of-area-in-ladakh-say-intelligence-inputs/article32490453.ece
BBC বাংলা – https://www.bbc.com/bengali/news-53973491
আনন্দবাজার পত্রিকা news – https://www.anandabazar.com/national/india-china-clash-indian-army-reshuffled-the-arrangement-of-their-troop-near-pangong-lake-1.1197757
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Paromita Das
July 3, 2020
Paromita Das
June 29, 2020
Paromita Das
June 24, 2020