সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবিতে দেখা যাচ্ছে যে, রিক্সায় বসে থাকা মহিলাকে রঙ মাখাচ্ছে একজন যুবক। ছবিটি ফেসবুকে পোস্ট করে অনেকেই দাবি করেছে যে, সদ্য সমাপ্ত দোল উৎসবের দিন বাংলাদেশের ঢাকা মেডিক্যাল কলেজ এলাকায় ঘটনাটি ঘটেছে। যেখানে, হিন্দু যুবকদের বিরুদ্ধে, মুসলিম মেয়েদের শ্লীলতাহানির এবং বলপূর্বক রঙ মাখানোর অভিযোগ করা হয়েছে।

Fact Check/ Verification
ভাইরাল ছবির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১৭ সালের ১৫ মার্চ, Bangla Tribune সংবাদমাধ্যমের ওয়েবসাইটে, একই ছবি-সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। যার শিরোনাম ছিল, “হোলি উৎসবে জোর করে রঙ মাখানোর মামলায় ৩ তরুণ কারাগারে”। প্রতিবেদনটি থেকে জানা যায় যে, ওই বছর দোলের দিন, পুরান ঢাকার শাঁখারীবাজারে দুই বোনকে জোর করে রঙ মাখানোর অভিযোগে উঠেছিল তিন তরুণের বিরুদ্ধে। অভিযুক্তদের নাম ছিল, আকাশ (১৯), মহম্মদ সিফাত (২০) ও মহম্মদ মামুন (১৮)। কোতোয়ালি থানার ওসি এবিএম মশিউর রহমান তখন জানিয়েছিলেন যে, অভিযুক্তরা পথচারী ও অফিসগামী মানুষদেরক জোর করে রঙ মাখাচ্ছিল। মহিলাদের গায়ে ও মুখে রঙ লাগিয়ে, নানা কুরুচিকর মন্তব্যও করেছিল।

ওই সময় একই তথ্য-সহ খবরটি প্রকাশিত হয়েছিল আরও দুটো সংবাদমাধ্যমে। যা দেখা যাবে এখানে ও এখানে।
Conclusion
সুতরাং এখন এটা বোঝাই যাচ্ছে যে, ভাইরাল ছবিটি পুরনো একটি ঘটনার এবং অভিযুক্তদের মধ্যে দু’জন মুসলিম রয়েছে।
Sources
Report by Bangla Tribune, Dated March 15, 2017
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z