Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ধর্নায় বসা আন্দোলনকারীদের মারধর করছে ওড়িশায় ক্ষমতা থাকা বিজেপি (BJP) দলের কর্মীরা।

ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৩ সালের পয়লা মার্চ, বিজেডি-র রাজ্যসভার সাংসদ সসমিত পাত্র একই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ট্যাগ করে অভিযোগ করেছিলেন যে, বিজেপির যুব মোর্চার কর্মীরা পুলিশের উপর হামলা করেছিল।
২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি, India Today ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদ থেকে জানা যায় যে, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অভিয়োগ তুলে, সেই সময় বিধানসভা অভিযান করেছিল, ওড়িশা বিজেপি যুব মোর্চার কর্মীরা। পুলিশ সেই অভিযান আটকালে, বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের দ্বন্দ্ব বেধে গিয়েছিল। বিজেপি কর্মীদের বিরুদ্ধে কর্তব্যরত পুলিশকে পেটানোর অভিযোগ উঠেছিল। পাল্টা মারধরের অভিযোগ করেছিল বিজেপিও। জানা গিয়েছে, ওই ঘটনায় ভুবনেশ্বর পুলিশের ডিসিপি প্রতীক সিং-সহ ১০ জন পুলিশ কর্মী জখম হয়েছিলেন। শতাধিক বিজেপি কর্মীকে আটক করা হয়েছিল।

একই সময় NDTV ও Orissa Post-এর ওয়েবসাইটেও একই খবর প্রকাশিত হয়েছিল।
প্রসঙ্গত, ২০২৪ সালে ওড়িশায় বিধানসভা নির্বাচন হয়েছিল। ৭৮টি আসন পেয়ে, তাতে জয় লাভ করেছিল বিজেপি। ৫১টি আসন পেয়েছিল নবীন পট্টনায়কের বিজেডি দল।
Sources
X post Dr. Sasmit Patra, BJP MP, dated March 1, 2023
Report by India Today, dated February 28, 2023
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 22, 2025
Neelam Chauhan
November 20, 2025