Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ভিডিয়োতে দেখা যাচ্ছে কলকাতায় এসে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ডের সঙ্গে বৈঠক করলেন শেখ হাসিনা।
হাসিনার কলকাতা সফরের ভিডিয়োটি পুরনো এবং তুলসি গাবার্ডের সঙ্গে বৈঠকের দাবিটি ভুয়ো।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনের একটি ভিডিয়ো, বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। ‘Sting Newz’ নামের একটি ইউটিউব চ্যানেলের ২৬ সেকেন্ডের ওই ভিডিয়োটিতে, বাংলাদেশের জনগনের তরফ থেকে আওয়ামি লিগের নেত্রীকে শুভেচ্ছাবার্তা দিতে শোনা যাচ্ছে এবং ভিডিয়োটিতে লেখা রয়েছে, “কলকাতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা”।
সেই ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই লিখেছেন, “এই মুহূর্তে কলকাতায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ,, বৈঠক করবেন আমেরিকার গোয়েন্দা প্রধান, তুলসী গাবার্ডের সাথে।”

‘Sting Newz’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সার্চ করলে দেখা যায় যে, ২০১৯ সালের ২৩ নভেম্বর, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীর কলকাতা সফরের দৃশ্য হিসেবে, উক্ত ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল। ওই ভিডিয়োতে শেখ হাসিনাকে বলতে শোনা গিয়েছে যে, ভারত ও বাংলাদেশের মধ্যে দিন-রাত্রিব্যাপী টেস্ট ম্যাচের উদ্বোধন করতে তিনি কলকাতায় এসেছিলেন।
ANI Bharat– এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও এই সংক্রান্ত একটি ভিডিয়ো দেখতে পাওয়া যায়।
Sangbad Pratidin– এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে, ইডেনে অনুষ্ঠিত ভারতের প্রথম পিঙ্ক বল টেস্টের উদ্বোধন করতে হাজির হয়েছিলেন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বিসিসিআই-এর তৎকালীন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এছাড়া, সোশ্যাল মিডিয়ায় কিওয়ার্ড সার্চ করে বর্তমান সময়ে তুলসি গাবার্ডের কলকাতা সফরের বা তাঁর সঙ্গে হাসিনার বৈঠকের কোনও খবর পাওয়া যায়নি।
সুতরাং এখন স্পষ্ট যে, হাসিনার কলকাতা সফরের ভিডিয়োটি পুরনো এবং তলসি গাবার্ডের সঙ্গে বৈঠকের দাবিটি ভুয়ো।
Sources
Video by Sting Newz, Dated November 23, 2019
Video by ANI Bharat, Dated November 23, 2019
Video by Sangbad Pratidin, Dated November 23, 2019
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z
Runjay Kumar
November 29, 2025
Tanujit Das
November 21, 2025
Tanujit Das
November 14, 2025