Friday, December 19, 2025

Fact Check

Fact Check: এগরার বাজি কারখানায় বিস্ফোরণের আবহে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো অপ্রাসঙ্গিক ভিডিও 

Written By Vasudha Beri, Translated By Paromita Das, Edited By Chayan Kundu
May 22, 2023
banner_image

Claim: এগরার বাজি কারখানায় বিস্ফোরণের ভিডিওর দাবিতে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে 
Fact: এই ভিডিওটি কেরলের, যা মেদিনীপুরে এগরার বিস্ফোরণের আবহে ভাইরাল হয়েছে 

গত সপ্তাহে পূর্ব মেদিনীপুরের এগরায় অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে প্রায় ৯জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরে ওড়িশায় পালিয়ে যান বাজি কারখানার মালিক ভানু বাগ। যদিও কটকের হাসপাতালেই মৃত্যু হয়েছে ভানু বাগের। এই বিস্ফোরণের ঘটনার আবহে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে গ্রামের ক্ষেতের মধ্যে তীব্র শব্দে বাজি পুড়তে দেখা যাচ্ছে। দাবি এই ভিডিওটি এগরার।  

এগরার বাজি কারখানায় image 1

Fact check / Verification  

এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের আবহে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো অপ্রাসঙ্গিক ভিডিও, যে ভিডিওটিকে এগরার বলে দাবি করা হচ্ছে সেটি, কেরালার ভিডিও। 

আমরা কীওয়ার্ড দ্বারা খোঁজার পর এমন কোনো রিপোর্ট পাইনি যেখানে এই ভিডিওটির উল্লেখ রয়েছে। এরপর গুগল লেন্সের সহায়তায় একটি ফেসবুক পোস্ট পাই। Beauty Palakkad নামের এই ফেসবুক পেজ থেকে ১৭ই মার্চ ২০২২ সালে এগরার বিস্ফোরণের নামে ভাইরাল এই ভিডিওটি আপলোড করা হয়েছে। মালায়ালম ভাষায় ক্যাপশন লেখা রয়েছে ‘ Kavassery Pooram Daytime Fireworks 2022’ 

এগরার বাজি কারখানায় image 2
Screengrab from Facebook post by @P4Palakkadan,

ইউটিউব থেকে পূর্ণদৈর্ঘের ভিডিওটি আমরা পাই। ১লা এপ্রিল ২০২২ সালের এই ভিডিওটির সাথে মালায়ালম ভাষায় লেখা হয়েছে যার তর্জমা করলে দাঁড়ায়‘ The birthplace of firecrackers Kavassery Pooram Day Fireworks 2022’ জানিয়ে রাখি আমাদের মালায়ালম টীম ভিডিওটির মধ্যে যে কথাবার্তা শোনা যাচ্ছে তাও যাচাই করেছে। ভিডিওটিতে এক ব্যক্তি অপরজনকে বলছে – আমি বলেছিলাম এখানে দাঁড়ানো ঠিক নয়’. 

এগরার বাজি কারখানায় image 3
Screengrab from YouTube video by E-Malayalam

এই চ্যানেলটি বাদেও আমার আরো দুটি ইউটিউব চ্যানেল থেকেও আমরা এই ভিডিওটি পাই, যা ২০২২ সালে আপলোড করা হয়েছিল। 

আমরা গুগলেও এই ভিডিওটিকে নিয়ে অনুসন্ধান  করি। এই পর্যায়ে আমরা কেরালার কেভাসারির সম্পর্কে জানি। কেভাসারি কেরালার পালাক্কাদ জেলার এটি স্থান এবং পুরাম বিশেষ একটি পুজো যা ওই অঞ্চলে হয়ে থাকে। 

এগরার বাজি কারখানায় image 4
Screengrab from Google

আমরা পশ্চিমবঙ্গ পুলিশের একটি টুইট পাই যেখানে এই ভাইরাল ভিডিওটিকে জাল বলা হয়েছে। টুইটে বলা হয়েছে ‘ সোশ্যাল মিডিয়াতে ও কিছু চ্যানেলে পশ্চিমবঙ্গের এগরার ঘটনা বলে চালানো হচ্ছে যদিও এটি কেরালার পুরাম অঞ্চলের পুজোর ভিডিও। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে অনুরোধ এই জাল ভিডিওটিকে অন্যের সাথে ভাগ করে নেওয়া থেকে বিরত থাকুন এবং জেনেবুঝে যারা এটি করছে যাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে’ 

অর্থাৎ এগরার বাজি কারখানায় বিস্ফোরণের নাম ছড়ানো এই ভিডিওটি আসলে এক বছরের পুরোনো কেরালার একটি গ্রামের পুজোর ভিডিও। 

Conclusion

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের আবহে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো অপ্রাসঙ্গিক ভিডিও। এক বছর পুরোনো কেরালার এই ভিডিওটিকে পশ্চিমবগের নামে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে।

(এই প্রতিবেদনটি সর্বপ্রথম Newschecker English থেকে প্রকাশিত হয়েছে)

Result: False 

Our Sources
Facebook Post By @P4Palakkadan, Dated March 17, 2022
YouTube Video By E-Malayalam, Dated April 1, 2022
Google Videos
Tweet By West Bengal Police, Dated May 18, 2023


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,641

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage