Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
চলন্ত বসে ঢুকে যাচ্ছে রাস্তার জমা জল। প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত কলকাতার ছবি।

ভাইরাল ভিডিয়োর একদম শুরুতে বাসের নম্বরটি আংশিক দেখতে পাওয়া যায়। যেখানে লেখা ছিল- ‘H-04 729’। নিয়ম অনুযায়ী, ভারতের প্রতিটি রাজ্যের যানবাহনের নম্বর প্লেটের জন্য, ওই নির্দিষ্ট রাজ্যের নামের প্রথম দুটো অক্ষর ব্যবহার করা হয়ে থাকে। যেমন পশ্চিমবঙ্গের যানবাহনের জন্য ‘WB’ ব্যবহার করা হয়। ফলে এখান থেকে অনুমান করা যায় বাসটি হয় চণ্ডীগড় বা মহারাষ্ট্রের হতে পারে। যাদের নম্বর প্লেট শুরুতে যথাক্রমে ‘CH’ ও ‘MH’ ব্য়বহার করা হয়।
এরপর, ভাইরাল ভিডিয়োর একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২১ সালের, ১০ জুন, একই ভিডিয়ো একটি ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছিল। সেখানে ভিডিয়োটিকে মুম্বইয়ের ভিডিয়ো বলে দাবি করা হয়েছিল।

আরও সার্চ করলে দেখা যায় যে, চার বছর আগে Divya Bhaskar নামের একটি গুজরাটি ওয়েবসাইটে একই ভিডিয়ো-সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল এবং সেখানে ভিডিয়োটিকে মুম্বইয়ের বলে উল্লেখ করা হয়েছিল।

এখান থেকে প্রমাণিত হয় যে, ভাইরাল ভিডিয়োটি পশ্চিমবঙ্গের নয়। পুরনো এবং মুম্বইয়ের দৃশ্য।
Sources
Video by Aio news In, Dated June 10, 2025
Report by Divya Bhaskar
Tanujit Das
December 12, 2025
Tanujit Das
December 9, 2025
Tanujit Das
December 6, 2025