Fact Check
Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’-এর দৃশ্যের দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো ইজরায়েলি হামলার পুরনো ভিডিয়ো
Claim
এটি ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর ভিজ্যুয়াল।
Fact
ভাইরাল ভিডিয়ো কোনও ভাবেই ভারতের ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর সঙ্গে যুক্ত নয়। সেটি ২০২৩ সালে গাজা স্ট্রিপে ইজরায়েলের হামলার দৃশ্য।
পহেলগামে নারকীয় জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) ১৫ দিন পর যোগ্য জবাব দিল ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নামের ওই জঙ্গি দমন অভিযানে জইশ ও লস্করের বহু শীর্ষ নেতৃত্বের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।
এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ভারতের জঙ্গি দমন অভিযানের দৃশ্যের দাবিতে বহু ভিডিয়ো। যার মধ্যে ৩২ সেকেন্ডের একটি ভিডিয়োতে বিস্ফোরণের পর সাধারণ মানুষকে পালাতে দেখা যাচ্ছে। সেই ভিডিয়োটিকে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর ভিজ্যুয়াল দাবি করে অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। (আর্কাইভ লিঙ্ক)

Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৩ সালের ১০ নভেম্বর Shehab News Agency, একই ভিডিয়ো প্রকাশ করেছিল। যার সঙ্গে লেখা ছিল যে, সেটি গাজা স্ট্রিপের উত্তরাংশে অবস্থিত একটি ইন্দোনেশিয়ান হাসপাতালের আশপাশে ইজরায়েলের গোলা বর্ষণের দৃশ্য।

আরও সার্চ করলে দেখা যায় যে, ২০২৩ সালের ৯ নভেম্বর একই ভিডিয়ো Al Jazeera Arabic-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছিল। সেখানেও ভিডিয়োটিকে গাজা স্ট্রিপের অবস্থিত একটি ইন্দোনেশিয়ান হাসপাতালের আশপাশে গোলা বর্ষণের দৃশ্য বলেই উল্লেখ করা হয়েছিল।

Al Jazeera English-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলেও ২০২৩ সালের ১০ নভেম্বর একই ভিডিয়ো প্রকাশ করা হয়েছিল। সেখানে জানা হয়েছিল যে, হামলাটি যে ইজরায়েল করেছে, সেটা স্বীকার করে নিয়েছিল প্যালেস্তাইন সরকার।
Conclusion
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়ো কোনও ভাবেই ভারতের ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর সঙ্গে যুক্ত নয়। সেটি ২০২৩ সালে গাজা স্ট্রিপে ইজরায়েলের হামলার দৃশ্য।
Sources
X Post By @ShehabAgency, Dated November 10, 2023
YouTube Video By Al Jazeera Arabic, Dated November 9, 2023
X Post By @AJEnglish, Dated November 10, 2023